Unified Payment Interface অথবা ইউপিআই এখন দেশজুড়ে অত্যন্ত জনপ্রিয় মাধ্যম টাকা লেনদেন করার ক্ষেত্রে। যেরকম দ্রুতভাবে এটি করা যায়, ঠিক সেরকমই সময় বাঁচায় অনেকটা। এখন মাত্র কয়েকটি ক্লিকে আপনি নিজের একাউন্ট থেকে অন্যের একাউন্টে টাকা পাঠাতে পারবেন। তবে ইউপিআই এতদিন ভারতে লাগু থাকলেও বিদেশে ঘুরতে গিয়ে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে তা কাজে দিত না। তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো ভারত সরকার। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে বিদেশেও টাকা লেনদেনের জন্যে আপনি ব্যবহার করতে পারেন ইউপিআই।
শুধু বাইরের দেশেই নয়, যারা এনআরআই তারাও ব্যবহার করতে পারবেন ইউপিআই। তবে পৃথিবীর সব দেশে এখনো চালু করা হয়নি এই সুবিধা। কোন কোন দেশে চালু হয়েছে আসুন দেখে নেওয়া যাক। ভারত সরকারের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী এই দেশগুলিতে ব্যবহার করা যাবে ইউপিআই- ফ্রান্স, ভুটান, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, তাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, কম্বোডিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ব্রিটেন। এছাড়াও যদি আপনি ইউরোপে যান তাহলে অধিকাংশ দেশেই আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন। বিদেশে ঘুরতে গেলে বিভিন্ন ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোন পে, অ্যামাজন পে, গুগল পে, পেটিএম এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে আর্থিক লেনদেন সম্ভব হবে।
আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকবে আপনার ইউপিআই। এতে আপনি সহজেই ইউপিআই ওয়ালেট থেকে টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন কিংবা ব্যাংক থেকে টাকা কাটিয়ে নিজের ইউবিআই ওয়ালেটে ট্রান্সফার করাতে পারবেন। এতে আর্থিক লেনদেন আরো নিরাপদ এবং ঝুঁকিহীনভাবে হবে। আর প্রশ্ন হচ্ছে ভারতের বাইরে অন্যান্য দেশ গুলিতে তবে কিভাবে ব্যবহার করবেন ইউপিআই? নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করলেই করতে পারবেন আপনি।
আরও পড়ুন:- আধার কার্ড নিয়ে বড় ঘোষণা UIDAI এর। বিপদে পড়ার আগে জেনে নিন।
(ক) সবার আগে নিজের ফোনে একটি ইউপিআই অ্যাপ ডাউনলোড করে নিন। সেটা ফোন পে, গুগল পে কিংবা অ্যামাজন পে হতে পারে।
(খ) এবার আপনার ইউপিআই অ্যাপের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করান। বলাই বাহুল্য, অ্যাকাউন্টটি ভারতীয় ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে
(গ) এবার যাকে টাকা পাঠাবেন অর্থাৎ recipient, তার নাম এবং অ্যাকাউন্ট নম্বর লিখে সেটিকে অ্যাড করুন। এর সঙ্গে কত টাকা পাঠাতে চাইছেন এবং কী ধরনের কারেন্সি সেটাও বলতে হবে।
(ঙ) টাকা পাঠানো হয়ে গেলে আপনার কাছে এসএমএস আসবে। এই এসএমএস প্রমান যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে অন্য আরেকজনের অ্যাকাউন্টে গেছে।
বিদেশে গিয়ে টাকা দেওয়া-নেওয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, এতে কিন্তু আপনার কিছু বিশেষ ট্যাক্স, ফরেন ফি, ট্রানজ্যাকশন ফি প্রভৃতি দিতে হবে। ফলে আপনার মূল টাকার থেকে বেশি কিছু টাকা কাটা যাবে।