big-changes-has-been-brought-in-ration-withdrawal-rules

দিল্লিতে কেন্দ্রীয় সরকারের রেশন সংক্রান্ত নীতির বিরুদ্ধে সমগ্র দেশের রেশন ডিলাররা বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগী হয়েছে। তবে এই আন্দোলনের পূর্বে খাদ্য দপ্তরের তরফে রেশন সংক্রান্ত (Ration Withdrawal Rules) এমন এক বিশেষ আপডেট সামনে আনা হলো, যার ফলে আগামী দিনে লাভবান হতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিকরা।

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ইতিমধ্যেই ৯৯% রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অর্থাৎ এই সমস্ত রেশন গ্রাহকদের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। কিন্তু সমস্যা অন্যক্ষেত্রে। এতো বিপুল পরিমাণ রেশন গ্রাহকদের বায়োমেট্রিকের প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে সমগ্র দেশের বিভিন্ন ক্ষেত্রে আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তোলার ক্ষেত্রে এখনো পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রেশন গ্রাহকদের। কোনো কোনো ক্ষেত্রে আবার পর্যাপ্ত পরিমাণ তথ্যের অভাবে সাধারণ জনগণের বায়োমেট্রিকের প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

এর ফলে স্বভাবতই নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের সাধারণ জনগণ, এক্ষেত্রে বিশেষভাবে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে বয়স্ক ব্যক্তি সহ বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের। আর এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে বায়োমেট্রিক ছাড়া কোনোভাবেই রেশন দিতে পারছেন না রেশন ডিলাররা। যার ফলে রেশন ডিলারদের বারংবার রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। মূলত এইরূপ বিভিন্ন সমস্যার কারণেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমেছেন রেশন ডিলাররা।

এবার থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে মিলবে মেধাশ্রী প্রকল্প সহ আরো ৩ টি নতুন প্রকল্পের সুবিধা।

তবে এবারে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন স্বয়ং কেন্দ্রীয় গণবণ্টন প্রতিমন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যোতি। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় গণবণ্টন প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, আগামী দিনে রেশন গ্রাহকদের বায়োমেট্রিক না মিললেও আধার নম্বর যাচাই করেই রেশন গ্রাহকদের রেশন দিতে পারবেন ডিলাররা (Ration Withdrawal Rules)। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে যেসকল রেশন গ্রাহকরা এখনো পর্যন্ত বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যার কারণে রেশন পাচ্ছেন না তাদের যথেষ্ট সুবিধা হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের কর্তারা।

শুধুমাত্র মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

প্রসঙ্গত উল্লেখ্য, ২২শে মার্চ দিল্লিতে রেশন সংক্রান্ত নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে উদ্যোগে হয়েছেন সমগ্র দেশের রেশন ডিলাররা। আর এর জন্য ২০ তারিখ থেকে ২৩ তারিখে ৪ দিন পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের বিভিন্ন ক্ষেত্রে রেশন দোকানগুলি বন্ধ থাকতে চলেছে বলেই জানানো হয়েছে সর্বভারতীয় রেশন ডিলারদের সংগঠনের তরফে। আর তাতেই সাধারণ মানুষের যথেষ্ট সমস্যা হবে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তাদের তরফে। যদিও এই সমস্যা মেটাতে শুক্রবার অতিরিক্ত সময় রেশন দোকান খোলা রেখে সাধারণ জনগণকে তাদের বরাদ্দ খাদ্যশস্য ও অন্যান্য জিনিসগুলি বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশন ডিলারদের তরফে।