big-changes-has-been-issued-in-pan-card-aadhaar-card-link

কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা তথ্য অনুসারে, সমগ্র ভারতের সাধারণ জনগণের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড লিংক (Pan Card Aadhaar Card link) করা বাধ্যতামূলক। ইতিপূর্বে ৩১শে মার্চ পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ সময়সীমা ছিল। কিন্তু ভারতীয় জনগণের সুবিধার দিকটি মাথায় রেখে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে ৩০শে জুন পর্যন্ত করা হয়েছে। আর তাতেই সমগ্র ভারত জুড়ে বর্তমানে আধার এবং প্যান কার্ড লিংক (Pan Card Aadhaar Card link) করার জন্য উন্মাদনা রীতিমতো তুঙ্গে রয়েছে। তবে নতুন অর্থবর্ষ পড়ার সাথে সাথে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে, যেগুলি সম্পর্কে না জানলে আপনাকেও আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হতে হবে।

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে:-
বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে জানানো হয়েছে যে, অনলাইনের মাধ্যমে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়ায় ১০০০ টাকা লেট ফাইন জমা দেওয়ার পূর্বে অ্যাসেসমেন্ট ইয়ার বা AY নির্বাচন করতে হয়। আধার ও প্যান কার্ড লিংক করার সময় আপনারা AY এর আওতায় থাকা অপশনগুলির মধ্যে থেকে ২৪-২৫ নির্বাচন করবেন। ইতিপূর্বে AY -এর ক্ষেত্রে ২৩-২৪ নির্বাচন করতে হতো কিন্তু বর্তমানে তার পরিবর্তে ২৪-২৫ নির্বাচন করতে হবে।

আরও পড়ুনঃ- এই গরমে ১৩ দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। কবে কবে ছুটি জেনে নিন

অন্যদিকে, টাকা জমা দেওয়ার ক্ষেত্রে Other Receipts (৫০০) অপশনটি নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে, অনেক ক্ষেত্রেই সাধারণ নাগরিকদের এই দুটি বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার কারণে এই বিষয় দুটি নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে। আর তাতেই AY এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোন অপশন দুটি নির্বাচন করতে হবে তা স্পষ্টত জানানো হয়েছে এই সমস্ত সূত্রের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আপনারা বাড়িতে বসেই আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ থেকেই নিজেদের আধার কার্ড এবং প্যান কার্ডটি লিংক করতে পারবেন। এর জন্য আপনাকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Quick Links অপশনের অধীনে থাকা Link Aadhaar বাটনে ক্লিক করতে হবে এবং নিজের আধার নম্বর ও PAN নম্বর প্রদান করতে হবে। পরবর্তীতে ওয়েবসাইটের নির্দেশ অনুসারে আপনাকে অন্যান্য ধাপগুলি পূরণ করতে হবে এবং পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে।

আরও পড়ুনঃ- এই প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে ৫ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন।

তবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নয় আপনি বাড়িতে বসেই অফলাইনের মাধ্যমেও নিজের আধার কার্ড ও PAN কার্ড লিংক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে UIDPAN, PAN নম্বর, ADHAAR নম্বর সঠিকভাবে লিখে 56161 অথবা 567678, যেকোনো একটি নম্বরে এসএমএস পাঠাতে হবে। তাহলেই আপনি এসএমএস -এর মাধ্যমে নিজের আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করে নিতে পারবেন।

অন্যদিকে, আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা এই তথ্য না জানার কারণে অনেকাংশেই নাগরিকরা বুঝতে পারছেন না তাদের আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না। আর আজ আমরা সেই সমস্যারও সমাধান নিয়ে হাজির হয়েছি। আপনারা নিজের বাড়িতে বসেই কোনোরকম সমস্যা ছাড়াই আয়কর দপ্তরের অফিসের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা।

আরও পড়ুনঃ- এই পদ্ধতিতে বিদ্যুতের বিল জমা করলেই মিলবে ২০% ছাড়। বিস্তারিত জেনে নিন।

এর জন্য আপনাকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/ -এ যেতে হবে এবং হোমপেজে থাকা Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার কার্ড নম্বর এবং প্যান কার্ড নম্বরটি সঠিকভাবে লিখে View Link Aadhaar Status অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার আধার কার্ড এবং প্যান কার্ড আগে থেকে লিংক করা রয়েছে কিনা।