সকলের জন্য সুখবর। যারা এখনো আধার কার্ড আপডেট করাননি কিংবা মোবাইল নাম্বার লিঙ্ক করাননি অথবা বায়োমেট্রিক আপডেট করাননি তাদের কাছে সুবর্ণ সুযোগ। এদিন দেওয়া বিজ্ঞপ্তিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবাগুলি পুনরায় বিনামূল্যে দেওয়া হবে। বর্তমানে সাধারণত এই পরিষেবা গুলি পাওয়ার জন্য ১০০ টাকা মাথাপিছু খরচ করতে হচ্ছিল। UIDAI-এর এই সিদ্ধান্তের পর তা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গেছে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ ছিল যে ১৪ জুন পর্যন্ত সকলকে নিজেদের আধার আপডেট করাতে হবে। কেউ যদি উক্ত তারিখের আগে করিয়ে থাকেন তাহলে তার কোনরকম চার্জ দিতে হবে না। কিন্তু তারপরে করালে তাকে ৫০ কিংবা ১০০ টাকা চার্জ দিতে হতো। তবে ইউআইডিএআই-এর সাম্প্রতিকতম ঘোষনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি আপনার আধার আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করতে পারেন। তবে মাথায় রাখবেন, এই পরিষেবা কিন্তু শুধুমাত্র myAadhaar পোর্টালে উপলব্ধ রয়েছে। আপনি যদি কোন আধার কেন্দ্র, ব্যাংক কিংবা পোস্ট অফিস থেকে আধার কার্ড আপডেট করান, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড ফি হিসেবে ৫০ কিংবা ১০০ টাকা দিতে হবে।
প্রশ্ন হচ্ছে বাড়িতে বসে বিনামূল্যে কিভাবে আপনি নিজের আধার আপডেট করতে পারেন। UIDAI ওয়েবসাইটে বিনামূল্যে আপনার আধার কার্ডের নাম, ঠিকানা এবং জন্ম তারিখ কীভাবে আপডেট করবেন তা নিয়ে বিস্তারিত জানানো হলো নিচে-
আরও পড়ুন:- এই কাজ না করলে পাওয়া যাবে না জব কার্ডের টাকা। এখনই করুন এই কাজ।
Step 1: https://myaadhaar.uidai.gov.in/ এ লগইন করুন
Step 2: ‘ডকুমেন্ট আপডেট’ নির্বাচন করুন এবং বিকল্পটিতে ক্লিক করুন। আপনার বিদ্যমান বিবরণ প্রদর্শিত হবে.
Step 3: বিস্তারিত যাচাই করুন এবং পরবর্তী হাইপারলিঙ্কে ক্লিক করুন।
Step 4: ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার নথির প্রমাণ নির্বাচন করুন।
Step 5: স্ক্যান করা কপি আপলোড করুন।
আপডেট করার পর আপনার নতুন আপডেটেড আধার কার্ড ৯০ দিনের মধ্যে আপনার বাড়ি চলে আসবে। তবে ২০ দিন পর থেকেই আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নতুন আধার কার্ড দেখতে পারবেন এবং প্রয়োজনে সেটি প্রিন্ট করিয়ে ব্যবহার করতে পারেন। বর্তমানে ভারতীয়দের অন্যতম পরিচয়ের নথি হিসেবে ব্যবহৃত হয় আধার কার্ড। ব্যাংক, পোস্ট অফিস, শেয়ার বাজার, ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে স্কুল-কলেজ, স্কলারশিপ সব জায়গায় প্রয়োজন হয় আধার কার্ড। সুতরাং সময় থাকতে সেগুলি আপডেট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।