ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে, তবে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্ত করার ক্ষেত্রে নাগরিকদের জরিমানা দিতে হচ্ছে। তবে আজ আমরা এমন এক বিশেষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা নির্দিষ্ট সময়ের পরে কোনোরকম জরিমানা ছাড়াই নিজেদের আধার এবং প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।
বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে যে, ৩১শে মার্চ, ২০২৩ তারিখের মধ্যে যে সকল ভারতীয় জনগণের আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে না তাদের প্যান কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হবে। তবে বর্তমানে যে সমস্ত নাগরিকরা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করতে চাইবেন তাদের ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আর এই জরিমানা থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায় রয়েছে, যে সমস্ত বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে যদি আপনি থেকে থাকেন তবে আপনি কোনোরকম জরিমানা ছাড়াই নির্দিষ্ট সময়ের পর আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
কিন্তু আপনি যদি এই সমস্ত বিশেষ ক্ষেত্রের মধ্যে না থেকে থাকেন তবে আপনাকে নির্দিষ্ট জরিমানা দিয়ে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করে নিতে পারবেন:-
১. আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য প্রথমেই আপনাকে ইনকাম ট্যাক্স -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজের নিচের দিকে থাকা Link Aadhaar অপশনটিতে ক্লিক করতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং Validate অপশনে ক্লিক করতে হবে।
৪. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি ফেজ আসবে যাতে আপনাকে Continue to Pay through E-Pay tax অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর এবং ফোন নম্বরটি সঠিকভাবে লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, ওই OTP টি সঠিক স্থানে লিখে Continue অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, উক্ত পেজে থাকা Continue অপশনে ক্লিক করতে হবে।
৬. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা আপশনগুলির মধ্যে থেকে Income tax -এর অধীনে থাকা proceed অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে চলতি অর্থবর্ষ এবং Type of Payment বেছে নিতে হবে এবং continue অপশনে ক্লিক করতে হবে।
৭. সবশেষে payment -এর প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এবার থেকে আধার কার্ডের ভুল সংশোধন করলেই, অটোমেটিক অন্যান্য সমস্ত ডকোমেন্সের ভুল সংশোধন হবে।
অন্যদিকে যেসকল ক্ষেত্রে ভারতীয় জনগণকে জরিমানা দিতে হবে না তা হলো,
১. NRI দের ক্ষেত্রে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।
২. যেসকল ব্যক্তিরা ভারতের স্থায়ী বাসিন্দা নয় তাদের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।
৩. ৮০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করা বাধ্যতামূলক নয়।
৪. অসম, মেঘালয়, জম্মু ও কাশ্মীরের নগরিকদের ক্ষেত্রেও আধার এবং প্যান কার্ড লিংক করা বাধ্যতামূলক নয়।
সুতরাং, আপনিও যদি এই সকল শর্তের অধীনে থেকে থাকেন তবে আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করতে হবে না। নতুবা যতো দ্রুত সম্ভব আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।