কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী যে ৫ ধরনের রেশন কার্ড কার্যকর করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভিন্ন ভিন্ন পরিমাণের খাদ্যশস্য সম্পূর্ণ বিনামূল্যে (Free Ration) পেয়ে থাকেন। আর এই মার্চ মাসের শুরুতেই খাদ্যদপ্তরের তরফে এক তালিকা প্রকাশ করা হয়েছে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের নাগরিকরা কোন ধরনের কার্ডে কতো পরিমাণ খাদ্যশস্য পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বিগত রবিবার খাদ্য দপ্তরের এক ট্যুইট মারফত সমগ্র রাজ্যের জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, আগামী দিনে রাজ্যবাসী রেশনে ৩ কেজি থেকে শুরু করে ১৪ কেজি পর্যন্ত চাল এবং ২ কেজি থেকে শুরু করে ১৪ কেজি পর্যন্ত গম পাবেন। যদিও রেশন কার্ডে ক্যাটাগরির উপর নির্ভর করবে কোন গ্রাহক কতো পরিমাণ চাল অথবা গম পেতে চলেছে (Free Ration)।
খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যেসমস্ত ব্যক্তিরা অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY কার্ডের অধীনে রয়েছে তারা এই মার্চ মাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম পাবেন। এছাড়াও এই সমস্ত ব্যক্তিরা পরিবার কিছু ১ কেজি করে চিনি পাবেন, যদিও প্রতি কেজি চিনি কেনার জন্য ১৩ টাকা ৫০ পয়সা করে খরচ করতে হবে।
PHH রেশন কার্ডের আওতাধীন ব্যক্তিরা এই মার্চ মাসে মাথা পিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম করে আটা সম্পূর্ণ বিনামূল্য পেয়ে যেতে চলেছেন, এমনটাই জানানো হয়েছে খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত এই নয়া নির্দেশিকায়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসকল ব্যক্তিদের SPHH রেশন কার্ড রয়েছে তারা আগামী দিনে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম পেয়ে যেতে চলেছেন, তবে এক্ষেত্রে গমের বদলে ১ কেজি ৯০০ গ্রাম আটাও পেতে পারেন।
সকলের মোবাইলে আসছে এই মেসেজ। ক্লিক করলেই হচ্ছে অ্যাকাউন্ট ফাঁকা
RKSY 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় থাকা ব্যক্তিরা এই চলতি মাসে অর্থাৎ মার্চ মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল পেয়ে যেতে চলেছেন এমনটাই জানা গিয়েছে পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের যেসমস্ত নাগরিকদের RKSY 2 কার্ড রয়েছে তারা আগামী দিনে মাথাপিছু ২ কেজি করে চাল পেয়ে যাবেন বলেই জানানো হয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে।