লোকাল ট্রেনের টিকিট বুক (Book ticket of local train)
Advertisement

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা যেমন শাস্তিযোগ্য অপরাধ, আবার কোথাও যাওয়ার তাড়া থাকলে টিকিট কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য সাধারণ মানুষকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই সাধারণ মানুষের সুবিধার জন্য ভারতীয় রেলের তরফে এমন এক ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে লাইনে না দাঁড়িয়েই নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজে লোকাল ট্রেনের টিকিট বুক করা সম্ভব।

Advertisement

লোকাল ট্রেনের টিকিট বুকিং-এর জন্য ভারতীয় রেলের তরফে এক বিশেষ আ্যাপ লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা কোনোরকম সমস্যা ছাড়াই টিকিট বুকিং করতে পারবেন। এই অ্যাপটি ইউটিএস (UTS) নামে পরিচিত। আর এই অ্যাপটির মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটে লোকাল ট্রেনের টিকিট বুক করে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে ইউটিএস এর মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন,

Advertisement

১. মোবাইলের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য আপনাকে ইউটিএস অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

উজ্জ্বলা যোজনায় আবেদন করলেই পাবেন গ্যাস সিলিন্ডার, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

২. এরপর হোম পেইজে থাকা লগইন অপশনটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর নিচে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার নাম, জন্ম তারিখ, পাসওয়ার্ড এই সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৩. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে পুনরায় লগইন অপশনে ক্লিক করে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।

৪. এরপর হোম পেইজে থাকা normal booking অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনাকে book and travel (paperless) অপশনটি বেছে নিতে হবে।

৫. তারপর depart from অপশনে ক্লিক করতে হবে। উক্ত অপশনে ক্লিক করলে আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী স্টেশনগুলি দেখাবে, তার মধ্যে থেকে আপনার সব থেকে নিকটবর্তী অপশনটি আপনাকে বেছে নিতে হবে। এরপর একইভাবে আপনাকে আপনার গন্তব্য স্টেশনটি বেছে নিতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে।

৬. এরপর আপনি কতোজন ব্যক্তির জন্য টিকিট বুকিং করতে চাইছেন, কোন ধরনের ট্রেনের টিকিট বুক করতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করে পেমেন্টের প্রক্রিয়াটি করতে হবে এবং Get Fare অপশনে ক্লিক করতে হবে।

৭. এরপর আপনি টিকিট কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় টাকার অংক দেখতে পাবেন। এরপর পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে টিকিট বুক করে নিতে পারবেন।

উপরোক্ত পদ্ধতিতে টিকিট বুকিং-এর প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার সামনে বুক করা টিকিটগুলি চলে আসবে। পরবর্তীতে একটি হোম পেজে থাকা শো টিকিট অপশনে ক্লিক করলেই আপনি আপনার বুক করা টিকিটগুলি করে দেখতে পাবেন।