বর্তমান সময়ে আমরা মূলত দুরকমের রেশন কার্ড দেখতে পাই একটি হলো APL রেশন কার্ড এবং অপরটি হলো BPL রেশন কার্ড। APL রেশন কার্ড মূলত রাজ্য সরকারের রেশন কার্ড হয়ে থাকে এবং BPL রেশন কার্ড কেন্দ্র সরকারের। এই মুহুর্তে পশ্চিমবঙ্গে মোট ৫ টি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যেগুলো হলো AAY, PHH, SPHH, RKSY1, RKSY-2; এর মধ্যে AAY, PHH, SPHH এই তিনটি কার্ড মূলত কেন্দ্রের কার্ড অর্থাৎ BPL Ration Card এবং RKSY1, RKSY-2 রাজ্যের কার্ড অথাৎ APL Ration Card।
এই মুহুর্তে রাজ্য সরকার বহু সংখ্যক APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করছে এবং আপনি চাইলে আপনিও আপনার রেশন কার্ডকে BPL রেশন কার্ড করবার জন্য খুব সহজে রাজ্যের কাছে আবেদন জানাতে পারেন। আমরা সকলেই জানি BPL রেশন কার্ডে বহু খাদ্যসামগ্রী বিনামূল্যে পাওয়া যায় যা APL রেশন কার্ডে পাওয়া যায় না। তাই মূলত সাধারণ মানুষ তাদের APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করবার জন্য উৎসাহী হয়ে থাকে।
একটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার প্রতিটি রাজ্যকে একটি কোটা ঠিক করে দিয়েছে যে কোটা পূরন না হওয়া পর্যন্ত রাজ্য তার BPL কার্ড হোল্ডারের সংখ্যা বাড়াতে পারে। এই কোটাটি মূলত ঠিক হয় গ্রামের ৭৫% এবং শহরের ৫০% মানুষ নিয়ে। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে প্রচুর রেশন কার্ড বিভিন্ন কারনে, যেমন:- মূত্যু জনিত কারণ বা অন্যান্য যেকোনো কারণ বসত বাতিল হয়ে গিয়েছে, যার ফলে নির্দিষ্ট কোটায় জায়গা খালি হয়েছে।
পাশ করে যাবে জানি, দিদি আছে তো! পরীক্ষা শেষে স্কুলের মাঠেই আবির খেলা ছাত্রী সহ অভিভাবকদের।
বর্তমান সময় অনুসারে পশ্চিমবঙ্গের কোটায় বহুসংখ্যাক জায়গা ফাঁকা রয়েছে এবং সেই জায়গা পূরন করতে রাজ্য বহু সংখ্যক মানুষকে BPL রেশন কার্ডের আওতায় নিয়ে আসতে চলেছে। আপনি যদি BPL কার্ড পেতে চান তবে আপনি খুব সহজেই এই সময় BPL কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
তবে মনে রাখা উচিৎ যে, আপনি BPL কার্ডের জন্য আবেদন করলেই যে আপনি BPL Ration Card পেয়ে যাবেন তেমনটা নয়, BPL কার্ড মূলত সমাজের গরীর মানুষদের জন্য। আপনি যদি গরীব হয়ে থাকেন বা আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে তবে আপনাকে খাদ্য সুরক্ষা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তারা আপনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আপনাকে BPL তালিকাভুক্ত করে দেবে।
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা।
আপনি অনলাইনের মাধ্যমেও BPL কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে এখানে শর্ত হলো আপনার পরিবারের কারো একজনের BPL কার্ড থাকা আবশ্যক। যদি আপনার পরিবারের কোনো এক সদস্যের BPL কার্ড থেকে থাকে তবে আপনি অনলাইনের এই কাজটি করে নিতে পারবেন।