আজ ৩০শে মার্চ। মার্চ মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর তারপরই শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। আর এই নতুন অর্থবর্ষে অর্থাৎ ১লা এপ্রিল থেকে ভারতব্যাপী বিভিন্ন ক্ষেত্রের বহু নিয়মে পরিবর্তন আসতে চলেছে (Breaking News), যার কারণে পরিবর্তন আসবে ভারতের সাধারণ নাগরিকদের জীবনেও। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কি কি নিয়মে পরিবর্তন আসতে চলেছে (Breaking News):-
১. আধার ও প্যান কার্ড লিংক:- ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে, ৩১শে মার্চ পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা যাবে। এরপর ১লা এপ্রিল থেকে আর কোনোভাবেই আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করা সম্ভব নয়। তবে ২৮শে মার্চ জানানো হয়েছে যে, আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করার সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সুতরাং, নতুন অর্থবর্ষে নতুন করে প্যান ও আধার লিংক করার সুযোগ রয়েছে।
২. এলপিজি এবং সিএনজির দামে পরিবর্তন:-
২০২৩ -এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের তরফে বাণিজ্যিক এবং বাড়িতে রান্না ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে এবারে থেকে নতুন অর্থবর্ষের একেবারে শুরুতেই আবারো এলপিজি এবং সিএনজির দাম বাড়ানো হতে পারে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে।
আপনার কি স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে? তবে এখনই জেনে নিন এই গুরুত্বপূর্ণ আপডেট।
৩. গাড়ির দাম বাড়তে চলেছে:-
কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশজুড়ে ভারত স্টেজ-২ কার্যকরী করার ফলে আগামী দিনে বিভিন্ন কোম্পানির গাড়ির মূল্য বৃদ্ধি হতে চলেছে বলেই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। বিভিন্ন কোম্পানিগুলির গাড়ির দাম ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। যেসকল গাড়ির দাম বাড়তে চলেছে তার তালিকায় রয়েছে বিএমডব্লিউ, টয়োটা, অডি, মার্সিডিজ-বেঞ্জ, টাটা মোটরস ও মারুতি সুজুকির মত সংস্থাগুলির গাড়ির নাম। ১লা এপ্রিল থেকেই গাড়ির নতুন দাম কার্যকর করা হতে পারে এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।
৪. প্রতিবন্ধীদের জন্য UDID নম্বর:-
ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নানাবিধ প্রকল্প কার্যকরী করা হয়েছে। তবে আগামীদিনে UDID নম্বর ছাড়া কোনোভাবেই এইসকল প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। যেসকল ব্যক্তিদের UDID নম্বর নেই তাদের এইসকল প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এনরোলমেন্ট নম্বর সম্পর্কে যথেষ্ট তথ্য জমা দিতে হবে।
৫. NSE -এর লেনদেনে চার্জ প্রত্যাহার:-
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ -এর তরফে প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, ইতিপূর্বে নগদ ইক্যুইটি এবং ফিউচার অপশন সেগমেন্টের আওতায় যেকোনো লেনদেনের জন্য যে ৬ শতাংশ শুল্ক চার্জ করা হতো আগত অর্থবর্ষে অর্থাৎ ১লা এপ্রিল থেকে সেই চার্জ প্রত্যাহার করা হবে।
একলাফে রান্নার গ্যাসের দাম কমলো ২০০ টাকা। কিভাবে বুক করতে হবে জেনে নিন।
৬. সোনার অলংকারের হলমার্ক সংক্রান্ত নতুন নিয়ম:-
১লা এপ্রিল সমগ্র ভারতজুড়ে ছয় সংখ্যার হলমার্ক ছাড়া কোনোরকম সোনার গয়না বিক্রি করা যাবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) ছাড়া কোনোভাবেই সোনার অলংকার বিক্রি করা সম্ভব নয়।
৭. ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন আবশ্যক:-
নতুন অর্থবর্ষ অর্থাৎ আগত এপ্রিল মাস থেকেই ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন রাখা আবশ্যক। SEBI -এর সার্কুলার অনুসারে ১লা এপ্রিলের পূর্বের ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট হোল্ডারদের নোমিনেশন জমা করা আবশ্যক, নতুবা তাদের অ্যাকাউন্ট ফ্রিজ পর্যন্ত করা হতে পারে।
৮. এপ্রিল মাসে ১৫ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে:-
নতুন অর্থবর্ষের একেবারে শুরুতেই ১৫ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাংক। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী এপ্রিল মাসে সমগ্র দেশের বিভিন্ন রাজ্যগুলির বিভিন্ন ধরনের উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে ১৫ দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক।