স্কলারশিপ আপডেট

SVMCM Application Rejected – স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র রিজেক্ট হয়ে গিয়েছে? রইলো সমাধান।

বর্তমান সময়ে বাংলার গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। পশ্চিমবঙ্গের বহুসংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করে থাকে। ফলস্বরূপ বিভিন্ন ছাত্র-ছাত্রীর মনে এই স্কলারশিপ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে।

আজ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো হলো, যদি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যায় তবে আপনি কি করবেন (SVMCM Application Rejected)? আবেদনপত্র রিজেক্ট হয় ঠিক কোন কোন কারনে? কোন কোন কারনে রিজেক্ট হলে পুনরায় আবেদন করা যেতে পারে।

বর্তমান সময়ে প্রচুর ছেলে-মেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে পাচ্ছে। এরই মধ্যে গুটিকয়েক ছাত্র-ছাত্রীর আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে (SVMCM Application Rejected)। সবার প্রথমে রিজেক্ট হবার কারন, রিজেক্ট হবার মূল কারনগুলি হলো আবেদনপত্রে কোনো তথ্য ভুল থাকা। কোনো ছাত্র অথবা ছাত্রী যদি আবেদন করবার সময়ে ভুলবসত কোনো তথ্য ভুল দিয়ে ফেলে তবে ভেরিফাই হবার সময়ে তার আবেদনপত্রটিকে রিজেক্ট করে দেওয়া হয়।

রেশন কার্ডের ভুল সংশোধন করুন মাত্র কয়েক মিনিটে। রইলো বিস্তারিত পদ্ধতি।

অপরদিকে কোনো ছাত্র অথবা ছাত্রী যদি সঠিক ইনকাম সার্টিফিকেট আপলোড না করে থাকে, তবে তার আবেদন রিজেক্ট হয়ে যায়। এবং যদি কোনো ছাত্র-ছাত্রীর ইয়ার গ্যাপ থাকে এবং সে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন না জমা করে তবে তার আবেদন রিজেক্ট হয়ে যাবে। মূলত এই স্কলারশিপ প্রচন্ড খুঁটিয়ে ভেরিফাই করা হয়, তাই একটু এদিক ওদিক কিছু সমস্যা থাকলেই আবেদন রিজেক্ট করে দেওয়া হয় (SVMCM Application Rejected)।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এবার আসি যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তারা কিকরে জানতে পারবে কি কারনে তাদের আবেদনপত্রটি রিজেক্ট করে দেওয়া হয়েছে? সেটা জানবার জন্য আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হবে৷ এবং স্ট্যাটাসে রিজেক্ট লেখা থাকলে তার ওপরে থাকা Track অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই তার সামনে একটা ছোটো উইন্ডো খুলবে এবং সেখানে স্পষ্ট ভাবে লেখা থাকবে সঠিক কি কারনে আবেদন পত্রটি বাতিল হয়েছে।

বাড়িতে আধার সেবা কেন্দ্র খুলে মাসে ইনকাম করুন ভালো পরিমাণ টাকা। পোস্ট অফিস দিচ্ছে ফ্রীতে আইডি।

এবার আসি আপনি এমনবস্থায় ঠিক কি করতে পারেন? যদি স্ট্যাটাসে কারন বাবদ এমন কিছুর উল্লেখ কথা থাকে যেটি আপনার দ্বারা ভুল ফিলাপ হয়েছে বা ভুল জমা দেওয়া হয়েছে তবে আপনি আপনার সমস্ত সঠিক ডকোমেন্স সহ একটি চিঠি লিখে বিকাশ ভবনের অফিসিয়াল ইমেলে ([email protected]) পাঠিয়ে দিতে হবে। এবং চিঠিতে সমস্ত কিছু বিস্তারিত ভাবে উল্লেখ করতে হবে। আপনি চাইলে সরাসরি বিকাশ ভবনে যোগাযোগও করতে পারেন।

Related Articles

Back to top button