central-government-initiated-free-ai-learning-class
Advertisement

বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই-এর যুগ। ছবি আঁকা থেকে শুরু করে গান গাওয়া, পড়াশোনা থেকে শুরু করে অপরাধের তদন্ত- সবেতেই বিপুল হারে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্বাভাবিকভাবেই সব মানুষের উচিত এই এআই সম্বন্ধে সাম্যক জ্ঞান রাখা। শুধু জ্ঞান রাখলেই হবে না, তার সঙ্গে দরকার মতো এআই ব্যবহার করতেও জানতে হবে। আপনিও শিখতে চান কি করে ব্যবহার করতে হয় AI? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কেননা এখন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যে সকল ভারতীয়কে অনলাইন AI ট্রেনিং প্রোগ্রামের আওতায় আনতে চাইছে।

Advertisement

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ইন্ডিয়া 2.0। এই প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে সকলকে এআই ট্রেনিং দেওয়া হবে। স্কিল ইন্ডিয়া এবং GUVI (গ্র্যাব ইওর ভার্নাকুলার ইম্প্রিন্ট)-এর তত্ত্বাবধানে সকল ভারতবাসীর জন্য তৈরি হয়েছে এই প্রোগ্রাম। এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এই ট্রেনিংটি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং আইআইটি মাদ্রাজ দ্বারা স্বীকৃত। অর্থাৎ এই ট্রেনিং করলে আপনি যে সার্টিফিকেট পাবেন তা আইআইটি মাদ্রাজ দ্বারা প্রেরিত হবে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এই ট্রেনিংয়ে কোন ভাষার বেড়াজাল নেই। কেননা মোট ৯টি আঞ্চলিক ভাষায় ডিজাইন করা হয়েছে প্রোগ্রামটি।

Advertisement

আরও পড়ুন:- BPL কার্ড থাকলেই পাওয়া যাবে বি আর আম্বেদকর আবাস যোজনার সুবিধা। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৮০ হাজার টাকা।

এই সম্পূর্ণ ট্রেনিং প্রোগ্রামটি তৈরি করেছে GUVI। এটি আইআইটি মাদ্রাস এবং আইআইএম আহমেদাবাদের দ্বারা নির্মিত একটি এড-টেক কোম্পানি। মূলত আঞ্চলিক ভাষায় বিভিন্ন ধরনের স্কিল সেট শেখানোর কাজ করে এই প্লাটফর্ম। এই প্লাটফর্মে ট্রেনিংয়ের পাশাপাশি নিজেকে আপস্কিল করে বিভিন্ন চাকরি পাওয়ারও সুযোগ থাকে।

আপনিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই ট্রেনিং প্রোগ্রামটি জয়েন করতে চান তাহলে সবার আগে আপনাদের স্কিল ইন্ডিয়া ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি জাভা, পাইথন কিংবা অন্য কোন কোডিং ল্যাঙ্গুয়েজ জানেন কিনা। না জানলেও কোন সমস্যা নেই। আপনি এমনিও সুযোগ পাবেন এই ট্রেনিং প্রোগ্রামে এনরোল করার। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথা অনুযায়ী এই ওয়েবসাইটের মাধ্যমে সব তরুণ-তরুণীরা এআই সম্পর্কে সাম্যক ধারণা পাবে। এতে তাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে এবং গ্লোবাল লেভেলে চাকরি পেতে তাদের সুবিধা হবে। ভারতীয়রা যাতে কোনও অংশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা টেকনোলজির দিক থেকে পিছিয়ে না থাকে, সেই উদ্দেশ্য নিয়েই শুরু করা হয়েছে এই AI ফর ইন্ডিয়া 2.0 প্রোগ্রামটি। আপনিও যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উৎসাহী হন তাহলে আজই বিনামূল্যে যুক্ত হন এই প্রোগ্রামের সঙ্গে।