আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ২০২৩ সালের জুলাই মাসে। সব ঠিক থাকলে আগামী বছর এপ্রিল-মে মাসে দেশের লোকসভা নির্বাচন। অর্থাৎ হাতে রয়েছে আর নয়-দশ মাস। সব রাজনৈতিক দলেরা নিজেদের পরিস্থিতি অনুযায়ী ছক কষে ফেলছে চব্বিশের মহারণের জন্যে। পিছিয়ে নেই দেশের শাসক দল বিজেপিও। আসন্ন লোকসভা ভোটে গরীবদের ভোট নিজেদের দিকে টানতে এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নির্বাচনী আবহে মোদি সরকার বরাবরই বিভিন্ন জনমুখী কর্মসূচিতে বিশ্বাসী। আর এবার সেই কর্মসূচির আওতায় এক নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে ভারতে মূল্যবৃদ্ধি ক্রমশ বাড়ছে। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে মধ্যবিত্তের। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে বিরোধীরা। এমতাবস্থায় সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচাতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। এদিন পীযূষ গোয়েলের সভাপতিত্বে বাজারে আনা হলো ভর্তুকি যুক্ত সরকারি ছোলার ডাল। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জানান এর নাম দেওয়া হয়েছে ‘ভারত ডাল’। এই ডাল মাত্র ৬০ টাকা কেজি দরে বিক্রি করবে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন।
আরও পড়ুন:- আপনি কত টাকা TDS রিফান্ড পেলেন? বুঝবেন কিভাবে জেনে নিন!
প্রশ্ন হচ্ছে কোথায় পাওয়া যাবে এই ডাল? পীযূষ গোয়েল এদিন বলেন প্রাথমিকভাবে রাজধানী দিল্লিতে এই ডাল বিক্রি করা শুরু হয়েছে। অচিরেই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে এর বিক্রি। দিল্লির মানুষকে যদি এই ডাল কিনতে হয় তাহলে তাদের যেতে হবে মাদার ডেয়ারি, এনসিসিএফ, কিংবা কেন্দ্রীয় ভান্ডারে। সাধারণ দামে খুচরো ক্রেতারা ষাট টাকা কিলো দরে এই ডাল কিনতে পারবেন। তবে যারা পাইকারি কেনেন তারা পাবেন কিছুটা ডিসকাউন্ট। জানানো হয়েছে যে এমনিতে প্রতি কেজির দাম ৬০ টাকা হলেও কেউ ৩০ কেজি কিংবা তার বেশি নিলে ৫৫ টাকা কেজি হিসেবে দাম ধরা হবে।