বর্তমানে ভারতের সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি যে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাতে সরকারি এবং বেসরকারি উভয়ক্ষেত্রের চাকরি নিয়েই যথেষ্ট চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের চাকরিপ্রার্থীরা। আর এমতাবস্থায় সমগ্র ভারতের চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে হাজির হয়েছে ভারতের কেন্দ্র সরকার। ইতিপূর্বে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছিল যে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে মাল্টি টাস্কিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করায় আগামী দিনে কারা MTS পদে আবেদন জানাতে পারবেন, আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি, কিভাবে আবেদন জানাতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন হবে তা জানার জন্য রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে যথেষ্ট প্রশ্ন উঠেছে। আর তাই আজ আমরা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের চাকরিপ্রার্থীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।
আরও পড়ুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা আপনি জানেন কি? না জানলে জেনে নিন।
(ক) পদের নাম:- মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা:- ৪০৫ টি (এর মধ্যে UR শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য ১৭৭ টি শূন্যপদ, EWS ক্যাটাগরিভুক্ত প্রার্থীদের জন্য ১৪০ টি শূন্যপদ, OBC সম্প্রদায় ভুক্ত প্রার্থীদের জন্য ৮৯ টি শূন্যপদ, SC বা তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য ৭০ টি শূন্যপদ, ST বা তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য ১৩ টি শূন্যপদ এবং PWD -এর ৪ টি ভাগে ১৬ টি শূন্যপদ রয়েছে)।
চলুন তবে জেনে নেওয়া যাক উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি:-
১. উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. অন্যদিকে যেসমস্ত চাকরিপ্রার্থীরা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI সম্পন্ন করেছেন তারাও উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
৩. মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৩২ বছর হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নিয়ম অনুসারে তপশিলি জাতি অর্থাৎ SC ক্যাটাগরিভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবে এবং তপশিলি উপজাতি অর্থাৎ ST ক্যাটাগরিভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবে।
৪. উপরোক্ত শূন্যপদগুলির আওতায় আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির আওতাভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন। অন্যদিকে, তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় পাবেন।
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নতুন করে যারা আবেদন জানিয়েছেন তারা কবে টাকা পাবেন জেনে নিন।
বেতন:- উক্ত পদে কর্মরত ব্যক্তিরা ১৮,০০০ টাকা বেসিক স্যালারি পাবেন। ডিএ এবং অন্যান্য আলাওয়েন্স সহকারে অন্ততপক্ষে ৩০,০০০ টাকা বেতন পাবেন এই সমস্ত কর্মীরা।
নির্বাচনের প্রক্রিয়া:-
অফিসিয়াল নোটিফিকেশনে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পরীক্ষার মাধ্যমে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে নেওয়া হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৬০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস বিষয় ভিত্তিক পরীক্ষা, ৭০ নম্বরের রিজনিং এবিলিটি টেস্ট, ৭০ নম্বরের ম্যাথমেটিক্যাল এবিলিটি টেস্ট, ৬০ নম্বরের ইংরেজি অথবা হিন্দি বিষয় ভিত্তিক পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার অ্যাওয়ারনেস টেস্ট নেওয়া হবে। অর্থাৎ চাকরিপ্রার্থীদের মোট ৩০০ নম্বরের পরীক্ষা দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে ১৫০ টি প্রশ্ন দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নের প্রশ্নমান ২।
আবেদনের প্রক্রিয়া:-
অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বিশ্বভারতী ইউনিভার্সিটির আওতায় মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। সুতরাং, আবেদনের জন্য প্রথমেই আপনাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি -এর অফিসিয়াল ওয়েবসাইট https://vbharatirec.nta.ac.in/ -এ যেতে হবে এবং হোম পেইজে থাকা VISVA-BHARATI RECRUITMENT TEST – 2023 ONLINE REGISTRATION অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা New Registration অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আসা পেজটির একেবারে নিচের দিকে চেক বক্সে ক্লিক করে Click Here to Proceed অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে ফর্মটি আসবে তাতে আপনাকে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য এবং নথি আপলোড করে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, তাইলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর স্বাক্ষর।
২. আবেদনকারীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
আরও পড়ুন:- কৃষকদের জন্য বড়ো খবর। আগামী দিনে কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় দ্বিগুণ টাকা পাবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-
উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত প্রার্থীদের ২২৫ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে জেনারেল, EWS এবং OBC সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীদের ৯০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনোরকম ফি প্রয়োজন হবে না।
আবেদনের সময়সীমা:-
অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে, ১৭ই এপ্রিল, ২০২৩ তারিখ থেকে উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে এবং ১৬ই মে, ২০২৩ তারিখ পর্যন্ত তা জারি থাকবে।