আধার কার্ড প্যান কার্ড নিয়ে আরো কঠোর হতে চলেছে কেন্দ্র। বছরে কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে সরকার। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে এবার থেকে আর্থিক জরিমানা বাড়ানোর সাথে সাথে শাস্তিও বাড়বে। আধার কার্ড একজন ভারতীয়র কাছে নাগরিকত্বের প্রমাণ। আর এই প্যান কার্ড একজনের সবধরণের আর্থিক কাজকর্মের চাবিকাঠি। প্যানকার্ডে কোনো ভুল কিছু পাওয়া গেলে তার সবধরণের আর্থিক ইনভেস্টমেন্ট আটকে দিতে পারে রিজার্ভ ব্যাংক। গতবছর দেখা গেছে একটি সমীক্ষায় জাল নথিপত্রের কারণে ৩০০০০হাজার কোটি টাকা ট্যাক্সবাবদ ক্ষতি হয়েছে তাদের। তাই কেন্দ্র এবারে অনেকটাই কঠোর বেশি।
জাল পরিচয়পত্রের সমস্যার সমাধান করতে CBIC সারা দেশে GST নাম্বার যুক্ত কোম্পানিগুলোর বায়োমেট্রিক আপডেট ও জিওট্যাগিং কার্যকর করতে চাইছে। এতে কেউ যদি ভুয়ো কোম্পানিও খোলে তাতে যাচাইকরণ করলেই ধরে ফেলবে অতি সহজেই। এই বিষয়ের ওপর সংশোধিত খসড়া আইন তৈরিরও কাজ চলছে যেই কারণে স্টেকহোল্ডারদের সাথে নতুন করে মিটিং করছে। এই ধরনের জালিয়াতি রাষ্ট্রের ব্যার্থতা নিয়ে প্রশ্ন তোলে। যেকোনো ধরনের তথ্যকে আধারের সাথে সংযুক্ত করার কাজ করছে কেন্দ্র। এতে কোনো তথ্যতে জালিয়াতি থাকলেই আপডেট হবেনা। বিল পাশ হয়ে যাওয়ার অর্থ সেই বিষয়ে সঠিক আইন চলে আসবে আর তা লঙ্ঘন করলে শাস্তি।
আরও পড়ুন:- সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কতো টাকা রাখা যায়? জেনে নিন নতুন নিয়ম।