check-out-your-name-in-swasthya-sathi-list-in-this-method
Advertisement

Swasthya Sathi: পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য সাথী প্রকল্প এবং স্বাস্থ্য সাথী কার্ড চালু করা হয়েছিল। চলতি মাসের শুরুতেই অর্থাৎ ১লা এপ্রিল তারিখ থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হয়েছিল। ইতিমধ্যেই বহু সংখ্যক মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi) আওতায় তাদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নাগরিকদের নাম নথিভুক্ত হয়েছে কিনা তা কিভাবে জানা যাবে এই বিষয়ে জানতে বারংবার প্রশ্ন তুলেছেন রাজ্যের সাধারণ জনগণ। আর তাই আজ আমরা আজকের এই পোস্টে স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi) আওতায় আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা তা কিভাবে জানা যাবে এই বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

Advertisement

স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা

প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের তরফে প্রকাশিত তথ্য অনুসারে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় প্রত্যেক বছর প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়ে থাকে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত নাগরিকরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের প্রায় ১৫০০ টি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন। তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী যেসকল নাগরিকের সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমার আওতায় নাম নথিভুক্ত নেই এবং সরকারি ক্ষেত্রে কর্মরত যে সমস্ত কর্মচারীরা চিকিৎসা ভাতা পান না তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা হয়েছিল যে, রাজ্যের আইনজীবীরাও স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন। যার ফলে এই এপ্রিল মাসে আয়োজিত দুয়ারে সরকারে বহু সংখ্যক সাধারণ জনগণ স্বাস্থ্য সাথীর আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:- এবার থেকে সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ দিনের অতিরিক্ত ছুটি। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ।

স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজের নাম কিভাবে চেক করবেন?

আর আপনিও যদি ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়ে থাকেন এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা তা জানার জন্য উৎসুক হয়ে থাকেন তবে আপনাকেও রাজ্য সরকারের তরফে কার্যকরী স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://swasthyasathi.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেজের বাঁদিকে থাকা মেনু বারে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Find Your Name অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার সামনে আসা পেজটিতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং আপনি নিজের নাম সার্চ করতে চাইছেন, নাকি অন্য কারোর নাম সার্চ করতে চাই সেটা সঠিকভাবে নির্বাচন করে SUBMIT অপশনে ক্লিক করুন। এক্ষেত্রে আপনি যদি নিজের নামটি সার্চ করতে চান তবে yourself অপশনটি বেছে নিতে হবে এবং অন্য কারোর নাম সার্চ করতে চাইলে Others অপশনটি বেছে নিতে হবে।

swasthya-sathi-list-check

আরও পড়ুন:- টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলো। কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করবেন জেনে নিন

পরবর্তীতে আপনার সামনে আসা পেজটিতে আপনার রাজ্যের নাম, জেলার নাম এবং আপনি আধার কার্ডের মাধ্যমে সার্চ করতে চাইছেন নাকি খাদ্যসাথী কার্ডের মাধ্যমে সার্চ করতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে। এক্ষেত্রে আধার কার্ড অপশনটি নির্বাচন করলে সুবিধাজনক হবে। আধার কার্ড নির্বাচন করার পর আপনি ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কোথায় বসবাস করেন তা বেছে নিতে হবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, সঠিকভাবে নির্বাচন করতে হবে। সবশেষে আপনার আধার নম্বরটি সঠিকভাবে সঠিক স্থানে লিখতে হবে এবং SUBMIT অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আপনার নাম রয়েছে কিনা। যেহেতু রাজ্য সরকারের তরফে পরিবারভিত্তিক স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হয়ে থাকে তাই আপনার নামের পাশাপাশি ওই একই স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় আপনার পরিবারের যেসকল ব্যক্তির নাম রয়েছে তাদের নামও আপনি দেখে নিতে পারবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link