প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গৃহহীন সাধারণ মানুষকে পাকা বাড়ি অর্থাৎ সুরক্ষিত আবাসস্থল প্রদানের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছিল। অনুদান প্রদানের সুবিধার খাতিরে প্রধানমন্ত্রী আবাসন যোজনার কর্মকর্তাদের তরফে এই যোজনাকে ২ টি ভাগে বিভক্ত করা হয়েছিল, যথা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ -এর আওতায় ভারতের বিভিন্ন প্রত্যন্ত, গ্রাম্য অঞ্চলে বসবাসকারী নাগরিকদের বাড়ি তৈরীর অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় শহরে বসবাসকারী দরিদ্র মানুষদের পাকা বাড়ি নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়ে থাকে।
দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বহু সংখ্যক দরিদ্র, অসহায় গৃহহীন মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর -এর আওতায় বাড়ি পেয়েছেন। তবে আগামী দিনে কারা এই যোজনার আওতায় বাড়ি পেতে চলেছেন তা জানার জন্য রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষ। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে ইতিপূর্বেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহর -এর আওতায় কারো বাড়ি পেতে চলেছেন তার তালিকা প্রকাশ্যে আনা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাস যোজনা নিয়ে যথেষ্ট চর্চা হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় কারা অনুদান পেতে চলেছেন তা নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট ধন্ধে রয়েছেন আবেদনকারী নাগরিকরা। যার জেরে আজ আমরা এই পোস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় কারা অনুদান পেতে চলেছেন তাদের লিস্ট চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি।
আরও পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পেয়েছেন কিনা জেনে নিন মাত্র ২ মিনিটে।
চলুন তবে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় কারা অনুদান পেতে চলেছেন তার তালিকা চেক করবেন কিভাবে:-
সমস্ত আবেদনকারীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় কারা অনুদান পেতে চলেছেন তার তালিকা আপনার বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/Open/Find_Beneficiary_DETails.aspx -এ যেতে হবে তাতে আপনাকে আবেদনকারীর আধার নম্বরটি সঠিকভাবে লিখে Show অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনি দেখে নিতে পারবেন আগামী দিনে কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় অনুদান পেতে চলেছেন।
সুতরাং, আপনিও যদি শহরে বসবাসকারী একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় আবেদন জানিয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিন আপনি অনুদান পাবেন কিনা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নাগরিকদের ১,২০,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর আওতায় বাড়ি তৈরির অনুমোদন পেয়ে থাকেন তবে খুব শীঘ্রই ৩ টি কিস্তির মাধ্যমে এই অনুদানের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link