বকেয়া DA নিয়ে আন্দোলনের মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি।
একদিকে বকেয়া DA নিয়ে আন্দোলন অন্যদিকে পঞ্চায়েত ভোট এরই মধ্যে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘসনাদিল রাজ্য সররকার। এমনিতেই প্রত্যেক বছর ভোট এলে সাধারণ মানুষের আখেরে কিছুনা কিছু লাভ হয়েই থাকে। সবারই আশা থাকে কিছু আটকে থাকা কাজ এবার হয়ে যাবে, চাকরি হবে। রাজ্যের অনেক অস্থায়ী পদেরও নিশ্চিত হয়ে যায় এই সময়। এবার শিকে ছিঁড়লো সিভিল ভলেন্টিয়ারদের। আমাদের রাজ্যে তৃণমূল সরকারে আসার পরই এই সিভিক ভলেন্টিয়ার পদের আবির্ভাব হয়। প্রথমে তাদের স্বল্প বেতনে জয়েনিং করানো হয়।
প্রতিটি অঞ্চল আইনের শাসন বজায় রাখতে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছিল মূলত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের বেতন ও সুযোগ সুবিধা বাড়তে থাকে। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সিভিক ভলেন্টিয়াররা প্রমোশন পেয়ে কনস্টেবল হওয়ার সুযোগ পাবে। এবার তাঁদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন।
তাঁদের বেতন বৃদ্ধি পেয়ে সাড়ে বাইশ হাজার টাকা হওয়ার কথা ঘোষণা করলেন। একজন সিভিক ভলেন্টিয়ার দিনে আট ঘন্টা করে ডিউটি এবং সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হয় ১৪ টা ক্যাসুয়াল লিভ ও ৫০ টি সবেতন মেডিক্যাল লিভ। তাঁদের মেডিক্লেম স্কিমে পরিবারের ৬জনকে রাখতে পারবে। এই সিভিক ভলেন্টিয়ার যখন কনস্টেবল হয়ে যাবে তখন রেশনের জন্য মাসে ১৫০০টাকা এবং মেড্যিক্যাল অ্যালাউন্সের জন্য ৫০০ টাকা দেওয়া হবে।
এখানেও ১৪ টি ছুটি দেওয়া হয় কিন্তু একজন কনস্টেবল পুজোতে ডিউটি করলে ১৩টা অতিরিক্ত ছুটি দেওয়া হয়।সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর শুধুমাত্র খাতায় কলমে হওয়ার অপেক্ষা। কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল হওয়ার একমাত্র পথ ভালো কাজ। কোনো ব্যাক্তির পদোন্নতি হবে কিনা ঠিক করবে জেলার অফিসাররা। এই বিষয়ে সরাসরি তাঁরা যা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোচ্চ সিদ্ধান্ত হবে। কনস্টেবল হয়ে গেলে পেনশনও পাবে অন্যান্যদের মতো। ষাট বছর নিশ্চিত চাকরি। একদিকে সরকারি কর্মীদের বকেয়া DA না দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করাতে অনেকে অখুশি।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link