কেন্দ্রীয় সরকার এবং UIDAI -এর উদ্যোগে আধার কার্ড কার্যকরী করা হলে আধার কার্ড নিয়েও অনিয়মের অন্ত নেই। ইতিপূর্বেও বারংবার ভুঁয়ো আধার কার্ড সম্পর্কিত তথ্য সামনে এসেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই নাগরিকরা জানেন না তাদের কাছে থাকা আধার কার্ডটি আসল নাকি নকল। এমনকী অনেক ক্ষেত্রেই নাগরিকদের কাছে ভুঁয়ো আধার কার্ড (Aadhaar Verification) থাকার কারণে তাদের বারংবার নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর তাতেই বর্তমানে UIDAI -এর তরফে ভুঁয়ো আধার কার্ড শনাক্ত (Aadhaar Verification) করার জন্য এমন এক ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডটি আসল নাকি নকল।
UIDAI -এর তরফে এই ভুঁয়ো আধার শনাক্তকরণের প্রক্রিয়াটি আধার ভেরিফিকেশন নামে পরিচিত পেয়েছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই নাগরিকরা আধার ভেরিফিকেশন -এর প্রক্রিয়া সম্পর্কে জানেন না। আর তাতেই আধার ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য সামনে আসায় কিভাবে বাড়িতে বসে আধার ভেরিফিকেশনে প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন সমগ্র ভারতবর্ষের নাগরিকরা। যার জেরে আজ আমরা আপনাদের জন্য আধার ভেরিফিকেশন -এর প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসে আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন:-
আধার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে Goole Play Store থেকে Aadhaar QR scanner https://play.google.com/store/apps/details?id=in.net.uidai.qrcodescanner অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার সময় অবশ্যই সতর্কভাবে ডাউনলোড করবেন। কারণ বহু নকল অ্যাপ Goole Play Store -এ রয়েছে। আসল অ্যাপের বদলে যেকোনো একটি নকল অ্যাপ ডাউনলোড করলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং, UIDAI -এর তরফে কার্যকরী Aadhaar QR scanner একটি বাদে অন্যকোনো একই নামের অ্যাপ ডাউনলোড করবেন না।
আধার ভেরিফিকেশন করার জন্য আপনাকে প্রথমেই অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করলে আপনার সঙ্গে যে পেজটি আসবে তাতে থাকা SCAN অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার আধার কার্ডে থাকা QR কোডটি স্ক্যান করতে হবে, তাহলেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডটি আসল নাকি নকল। আপনার আধার কার্ডটি আসল হলে আপনাকে স্ক্রিনে একটি মেসেজ শো করবে যাতে লেখা থাকবে Aadhaar Data Verified। এছাড়াও আপনার Reference ID এবং আধার কার্ড সংক্রান্ত অন্যান্য তথ্য আপনি স্ক্রিনে দেখতে পারবেন।
আরও পড়ুনঃ- কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন আপডেট। বিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন।
এছাড়াও আপনার আধার কার্ডটি যদি অনেক দিনের পুরোনো হয় তবে আপনাকে একটি লিঙ্ক প্রদান করা হবে এবং সেই লিংকের মাধ্যমে নতুন QR কোড সমন্বিত আধার কার্ড ডাউনলোড করতে বলা হবে। সুতরাং, আপনার যদি আপনার আধার কার্ড সম্পর্কিত যেকোনোরকম সন্দেহ থেকে থাকে তবে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নিজের আধার কার্ডটি ভেরিফিকেশনে প্রক্রিয়া সম্পন্ন করুন।