da-has-been-increased-good-news for-government-employees
Advertisement

বিগত বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবীতে রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে সংঘাতের পথে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিক্ষোভ এবং ধর্ণার মাধ্যমে ক্রমাগত রাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন বিক্ষোভরত সরকারি কর্মচারীরা। আন্দোলন এবং বিক্ষোভের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তারা দ্বারস্থ হয়েছেন আদালতের। ইতিমধ্যেই সেই মামলা হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ কত হবে তা নিয়ে সদুত্তর মেলেনি কোন তরফেই।

Advertisement

তবে এদিকেই পশ্চিমবঙ্গকে মাত দিয়ে দিয়েছে তাদের পড়শি রাজ্য ছত্তিশগড়। কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘোষণা করেছেন শীঘ্রই সেই রাজ্যের সরকারি কর্মচারীরা আরও বেশি হারে ডিএ পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী বাঘেলের ঘোষণা অনুযায়ী সেই রাজ্যের কমপক্ষে ৫ লক্ষ সরকারি কর্মচারী অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। বর্তমানে ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পান।এবং এই বর্ধিত ৪ শতাংশ দেওয়ার ফলে মোট DA এর পরিমাণ হল ৪২ শতাংশ।

Advertisement

আরও পড়ুন:- কবে প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা? এখনই জেনে নিন।

যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মাত্র ৬ শতাংশ হারে দিয়ে দিচ্ছে সেখানে কংগ্রেস শাসিত রাজ্যের ডিএ-র পরিমাণ ৪২ শতাংশ। রাজনৈতিক কারবারীদের মতে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রায় পাঁচ লক্ষ সরকারি কর্মচারীর মহার্ঘ ভাতার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ছত্তিশগড় সরকার এবং এতে তাদের বাজেটে অতিরক্ত খরচা হচ্ছে প্রায় ৮০০ কোটি টাকা। বছরের শেষ ভাগে সেখানে রয়েছে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে কিছুটা পাল্লা ভারী হবে সেখানকার শাসকদলের।