DA নিয়ে বড় খবর, জানুন বিস্তারিত।
DA আন্দোলনের জেরে কিছুটা পিছু হটল রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া ডিএ এর দাবিতে এখনও আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের ফলে একাধিকবার সরকারের রোষের মুখে পড়তে হয়েছে চাকরিজীবিদের। কিন্তু তাঁদের কোনো শাস্তিই থামিয়ে রাখতে পারেনি। আন্দোলনের ঝাঁঝ কলকাতা থেকে দিল্লী পৌঁছে গেছে। গত এপ্রিলে তাঁদের ধর্মঘটের সময় তাঁদের বাড়ি বাড়ি শোকজ নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার শাস্তিমূলক ভাবে চাকরিতে বদলি এবং চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রায় ১৪০০জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তরের। কিন্তু লাগাতার আন্দোলনের ফলে তাঁরা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। শাস্তিমূলক বদলির নোটিশ থেকে তাঁরা সরেনি। আন্দোলনকারিরাও জানিয়ে দিয়েছে তাঁদের এই নোটিশও তুলে নিতে হবে নাহলে তাঁরাও লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা।
ব্যাংকে লাইনে দাড়িয়ে লেনদেনের দিন শেষ! গোটা ব্যাংকই আসবে আপনার দোড়গোড়ায়, জানুন বিস্তারিত।
সরকার DA দেবেনা বলে তাঁরা তাঁদের কথায় অনড়। তাঁদের দাবি একই যদি সরকারি পরিষেবাগুলি চালাতে হয় তাহলে তাঁরা পয়সা কোথায় পাবে ডিএ এর জন্য। সরকারি কর্মচারিরা এ রাজ্যে সঠিক বেতনই পায় তাতে তাদের সংসার চালাতে কোনো অসুবিধা হয়না।
শুধুমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নয় ভারতের একাধিক রাজ্যে এই ডিএ নিয়ে তরজা চলছে। তবে এর শেষ কোথাও কেউ জানেনা। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ প্রতি বছর বৃদ্ধি পেলেও রাজ্যের কর্মচারীদের তা হয়না। এখানেই ক্ষোভ তাঁদের। ভারতের একাধিক রাজ্য আবার ডিএ দেয়ও কর্মচারিদের।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link