deadline-to-link-your-ration-and-aadhaar-cards-extended
Advertisement

পুরো তথ্য জানতে হলে পড়ুন বিস্তারিত।

রেশন আধার লিঙ্কের সময়সীমা নিয়ে নতুন নির্দেশিকা। রেশন কার্ড ভর্তুকী যুক্ত খাবার নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই রেশন কার্ডের জালিয়াতির জন্য শুরু করেছে আধার কার্ড সংযুক্তিকরণ। এখন ডিজিট্যাল কার্ড থাকলেও রেশন কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ৩০শে জুন। কিন্তু এই তারিখ বাড়ানো হয়েছে ৩০শে সেপ্টেম্বর।

Advertisement

কিন্তু এই কাজ না করলে খাদ্যসামগ্রী দেওয়া হবেনা। এক ব্যাক্তির একাধিক কার্ড,মৃত ব্যাক্তির কার্ড দিয়েও খাদ্যশস্য তোলা বন্ধ করতে চায় সরকার। রেশন একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য। তাই যে কেউ ভারতবর্ষে যে কেউ এখন ব্যাবহার করতে পারবে।

Advertisement

ভারতীয় রেলে মাধ্যামিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

কিন্তু নতুন করে আধার আর প্যান কার্ডের সংযুক্ত হবেনা। আয়কর দপ্তর জানিয়ে দিয়েছে তারা আর কোন অতিরিক্ত সময় বাড়বেনা। এই আধার প্যান লিঙ্ক না হলে কোনো ব্যাক্তি আয়কর রিটার্ন করতে পারবেনা। এখন যদি কেউ লিঙ্ক করতে চায় তাহলে অতিরিক্ত ফাইন দিয়ে কাজ করাতে হবে। এই কাজ না করলে যেকোনো রকম ব্যাংকিং সংক্রান্ত কাজে সমস্যায় পড়তে হবে।