পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যাতে সঠিকভাবে রেশন পায় তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তরের তরফে বারংবার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আর এবারে নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ জনগণের উদ্দেশ্যে খাদ্যদপ্তরের তরফে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) নিয়ে আরও এক নতুন নোটিশ জারি করা হলো। এই নোটিশে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এবার থেকে ডিজিটাল রেশন কার্ডের আওতায় চাল, গম সহ অন্যান্য খাদ্যশস্য পাওয়ার জন্য নাগরিকদের একটি বিশেষ কাজ সম্পন্ন করতে হবে, নাহলে তাদের রেশন কার্ড Deactivate পর্যন্ত হয়ে যেতে পারে। ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনকী এই বিজ্ঞপ্তি নিয়ে রাজা নাগরিকদের মধ্যে বারংবার নানাধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর এই সমস্ত প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, খাদ্যদপ্তরের তরফে জারি করা তথ্য অনুসারে রাজ্যের প্রত্যেক নাগরিককে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, নতুবা আগামী দিনে তাদের রেশন কার্ডটি খাদ্য দপ্তরের তরফে Deactivate করে দেওয়া হবে। এর পাশাপাশি খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, নাহলে রাজ্যবাসী আগামী দিনে কোনোভাবেই রেশন পরিষেবা পাবেন না। ইতিমধ্যেই রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে তা হল, কিভাবে বোঝা যাবে রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা।
আরও পড়ুনঃ- এবার থেকে পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। নতুন উদ্যোগ সরকারের।
এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা তা জানার জন্য আপনাকে প্রথমে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজের বাঁদিকে থাকা RATION CARD অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মধ্যে আপনাকে Check The Status of Your Ration Card অপশনটি বেছে নিতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Search বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে স্ট্যাটাসে যদি Active লেখা থাকে, তবে আধার কার্ড এবং রেশন কাড লিংক করা রয়েছে। অন্যদিকে, স্ট্যাটাসে Deactivate লেখা থাকলে আপনাকে যতো দ্রুত সম্ভব রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করবেন কিভাবে?
আপনার ক্ষেত্রেও যদি রেশন কার্ডের স্ট্যাটাসে Deactivate লেখা থাকে তবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পেজটিতে থাকা Do e-KYC বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আসা পেজটিতে যে দুটি অপশন থাকবে তার মধ্যে থেকে Link Aadhaar with Deactivated/Newly Approved Card অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সঠিকভাবে লিখে Search বাটনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে এবং আপনার সামনে আসা অপশন দুটির মধ্যে থেকে Link Aadhaar & Mobile Number বাটানে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ- এই প্রকল্পের লিস্টে নাম থাকলেই রাজ্য সরকার প্রতি মাসে আপনাকে দেবে দেড় হাজার টাকা। বিস্তারিত জেনে নিন
এরপর আপনাকে নির্দিষ্ট স্থানে নিজের আধার নম্বরটি লিখতে হবে এবং Send OTP অপশনে ক্লিক করে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP টি সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করুন। সবশেষে আপনার সামনে একটি প্রিভিউ অপশন আসবে। এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন এবং সমস্ত তথ্য ঠিক থাকলে Verify & Submit অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে নাগরিকদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি যে, এপ্রিল মাসের ৩০ তারিখ অর্থাৎ চলতি মাসের ৩০ তারিখের মধ্যে আপনাকে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, নাহলে নাগরিকদের রেশন কার্ড Deactivate করে দেওয়া হবে।