২০২২ সালের মাঝামাঝি সময়ে ওয়েসিস স্কলারশিপের (Oasis Scholarship money) আওতায় আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। আর তারপর থেকেই এই স্কলারশিপকে ঘিরে নানারকম নতুন আপডেট প্রকাশ্যে আনা হয়েছিল। তবে ২০২৩ -এর শুরুতে ছাত্র-ছাত্রীদের আধার আপডেট সংক্রান্ত যে নতুন আপডেটটি সামনে আনা হয়েছিল তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রশ্নের অন্ত ছিল না। আর আজ আমরা ছাত্র-ছাত্রীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।
ইতিপূর্বে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছিল যে, ওয়েসিস স্কলারশিপের (Oasis Scholarship money) কর্তৃপক্ষের তরফে ছাত্র-ছাত্রীদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হয়েছিল যাতে উক্ত ছাত্র অথবা ছাত্রীকে জানানো হয়েছিল যে তার Aadhaar Verification status Failed রয়েছে। এর পাশাপাশি এই মেসেজে আরও জানানো হয়েছিল যে, ওয়েসিস স্কলারশিপের আওতায় অনুদান পাওয়ার জন্য উক্ত ছাত্র বা ছাত্রীকে যতো শীঘ্র সম্ভব ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে তার আধার সংশোধনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই মেসেজটি আসার পরে ওয়েসিস স্কলারশিপের আওতায় যেসমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন জানিয়েছিলেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এমনকী এই বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে নানাবিধ প্রশ্নের অন্ত ছিল না।
আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, আধার সংশোধনের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রথমেই আপনাকে ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা Students Corner অপশনের আওতায় থাকা Registered Student’s Login অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার জেলা সঠিকভাবে বেছে নিয়ে Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে পুনরায় যে নতুন পেজটি আসবে তাতে আপনার Application ID, Password এবং Captcha code টি সঠিকভাবে লিখে Login অপশনে ক্লিক করতে হবে।
লগইনের প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি আপনার Aadhaar Validation সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আপনার আধার নম্বরটি সঠিক স্থানে সঠিকভাবে লিখতে হবে এবং Submit অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে আধার নম্বরটি পুনরায় যাচাই করা হবে এবং সমস্ত তথ্য ঠিক থাকলে আপনি আগামী দিনে ওয়েসিস স্কলারশিপের আওতায় অনুদান পাবেন, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
প্রসঙ্গত উল্লেখ্য, অনেকক্ষেত্রেই যেসকল শিক্ষার্থীরা ওয়েসিস স্কলারশিপের আওতায় আবেদন জানিয়েছিলেন তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে সমস্যা থাকার কারণে Aadhaar Validation Failed সংক্রান্ত মেসেজটি তারা পাননি। সুতরাং, আপনিও যদি ওয়েসিস স্কলারশিপের আওতায় আবেদন করে থাকেন তবে আজই ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে দেখুন আপনার আধার সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা। যদি না থাকে তবে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনার সঠিক আধার নম্বরটি submit করুন। নতুবা পরবর্তীতে আপনি কোনোভাবেই ওয়েসিস স্কলারশিপের আওতায় অনুদান পাবেন না।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেমেন্ট নিয়ে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট। এখনই জেনে নিন
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, অনেক ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা একের অধিক সরকারি স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। এমনকী অনেকক্ষেত্রে অযোগ্য ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারের তরফে কার্যকরী স্কলারশিপের আওতায় অনুদান পেয়ে থাকেন। আগামী দিনে যাতে কেবলমাত্র যোগ্য ছাত্রছাত্রীরাই অন্যান্য রাজ্য সরকারি স্কলারশিপের আওতায় অনুদান পেতে পারেন তার জন্যই ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এরূপ ভেরিফিকেশনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে শিক্ষা মহলের কর্তা ব্যক্তিদের তরফে। সুতরাং, ছাত্র-ছাত্রীদের আধার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি অবশ্যই সম্পন্ন করতে হবে।