প্রকল্প আপডেট

Duare Sarkar Camp 2023 – আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। পাওয়া যাবে ২৫ টি প্রকল্পের সুবিধা।

বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একের পর এক নতুন জনমুখী উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ নামক দুটি প্রকল্প কার্যকর করা হয়েছিলো। আর এবার ২০২৩ এর শুরুতেই আরও একবার পশ্চিমবঙ্গের জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গে নাগরিকরা রীতিমতো লাভবান হতে চলেছেন।

বছরে শুরুতেই জনসাধারণের সুবিধার্থে আরো একবার সমগ্র রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প বা Duare Sarkar Camp 2023 আয়োজিত হতে চলেছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন রিপোর্ট মারফত। বছরের একেবারে শুরু থেকেই যাতে সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান করা যায় তার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকী সাধারণ মানুষের অভাব, অভিযোগগুলি সমাধানের ক্ষেত্রে অধিক সুবিধা পাওয়ার জন্য দিদির সুরক্ষা কবচ কর্মসূচিও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকার তরফে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

ইতিপূর্বে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার নাগরিকরা অভিযোগ জানিয়েছিলেন যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলি সম্পর্কে সমস্ত তথ্য সঠিক সময়ে না জানতে পারার কারণে এই প্রকল্পগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে তাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকী অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ দুটি কর্মসূচি কার্যকর করা হয়েছিলো।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

ইতিমধ্যে এই দুই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের অভিযোগ এবং সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। আর এবারে এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যেই নতুন বছরের নতুন করে রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প বা Duare Sarkar Camp 2023 কার্যকরী করা হতে চলেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২৩ এর মে মাসে পঞ্চায়েত ভোট হতে চলেছে। আর পঞ্চায়েত ভোটের পূর্বেই আরো একবার রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হতে চলেছে। এর পাশাপাশি এই সমস্ত সূত্র মারফত আরো জানা গিয়েছে যে, মার্চ মাসেই রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প বা Duare Sarkar Camp 2023 আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি।

Related Articles

Back to top button