e-shram-card-apply-online-2023
Advertisement

ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ই-শ্রম কার্ড প্রকল্প কার্যকর করা হয়েছে। যদিও অনেকক্ষেত্রেই শ্রমিকরা জানেন না কিভাবে তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন (e-Shram Card Apply), আর তাতেই আজকের এই পোস্টে আমরা ই-শ্রম কার্ড প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

Advertisement

ই-শ্রম কার্ড প্রকল্পের কথা উঠলে প্রথমেই আসে এই প্রকল্পের আওতায় পাওয়া সুবিধার তালিকা। আর এক্ষেত্রে বলতে হয় যে, এই প্রকল্পের আওতায় থাকা শ্রমিকদের প্রতি মাসে ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি দরিদ্র, বয়স্ক শ্রমিকরা এই প্রকল্পের আওতায় প্রতিমাসে পেনশন পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে যেকোনো শ্রমিকের ৬০ বছর বয়স হওয়ার পর থেকে এই পেনশন দেওয়া হয়। এর পাশাপাশি ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় থাকা যেকোনো শ্রমিক যেকোনো কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে অথবা ওই শ্রমিকের মৃত্যু ঘটলে উক্ত শ্রমিকের আইনসম্মত উত্তরাধিকারী অথবা পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ওই শ্রমিকের পরিবারের সহায়তার জন্য পরিবারের শিশুদের সাইকেল, মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়ে থাকে।

Advertisement

তবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় আবেদনের (e-Shram Card Apply) ক্ষেত্রেও ভারতের নাগরিকদের বেশ কতোগুলি শর্ত মেনে চলতে হয়। আর এই শর্তগুলি হলো:-
১. কেবলমাত্র ১৬ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

ইশ্রম কার্ডের আওতায় প্রত্যেককে দেওয়া হচ্ছে ১০০০ টাকা। আপনি পেয়েছেন কিনা এখনই চেক করে নিন

২. এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে আরো জানানো হয়েছে যে, কেবলমাত্র অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

৩. এক্ষেত্রে শ্রমিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যেসমস্ত শ্রমিকরা আয়কর প্রদান করে থাকেন অথবা যে সমস্ত শ্রমিকদের নাম EPFO এবং ESIC-এর অধীনে রয়েছে তারা কোনোভাবেই ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না।

সমস্ত শ্রমিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, ই-শ্রম কার্ড প্রকল্পের আওতায় আবেদনের জন্য আপনাকে নিজের নিকটবর্তী CSC -এর মাধ্যমে আবেদন জানাতে হবে। এছাড়াও আপনারা ই-শ্রম কার্ড প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট -এর মাধ্যমেও এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে ই-শ্রম কার্ড কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://eshram.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেজে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করে মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে ডাউনলোড করে নিন আপনার গাড়ির ফিটনেস সার্টিফিকেট।

পরবর্তীতে আপনার নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস কোন ক্ষেত্রে কাজ করেন এইসকল তথ্য সঠিকভাবে লিখে submit করতে হবে। Submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার ই-শ্রম কার্ডটি চলে আসবে। এরপর আপনি এটি ডাউনলোড করে আপনার ফোনে পিডিএফ হিসেবে রাখতে পারেন অথবা প্রিন্ট করে হার্ড কপি হিসেবেও নিজের কাছে রাখতে পারেন।