ভারতের বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ই-শ্রম কার্ড কার্যকর করা হয়েছে। আর ইতিমধ্যেই এই ই-শ্রম কার্ডের আওতাভুক্ত শ্রমিকদের অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
কিন্তু আপনি কিভাবে জানবেন আপনার ই-শ্রম কার্ডের টাকা (e-Shram Card Payment) আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা? বর্তমানে এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাজেহাল গোটা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সাধারণ মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য তথা ভারতের সাধারণ মানুষ জানেন না যে, তারা বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে ই-শ্রম কার্ডের আওতায় টাকা পেয়েছেন কিনা তা জেনে নিতে পারবেন।
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই জেনে নিতে পারবেন আপনার ই-শ্রম কার্ডের টাকা (e-Shram Card Payment) আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা:-
১. আপনার ই-শ্রম কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা তা জানার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে Umang -এর অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/landing/ -এ।
২. এরপর আপনাকে হোম পেইজের ডানদিকে থাকা মেনু বাটনে ক্লিক করে login/ Register অপশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা থাকলে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং MPIN এর মাধ্যমে লইগনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। যদি আগে থেকেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা থাকে তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই।
বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে ডাউনলোড করে নিন আপনার গাড়ির ফিটনেস সার্টিফিকেট।
৩. পরবর্তীতে আপনার সামনে একটি নতুন পেজ আসবে। ওই পেজের একেবারে ওপরে থাকা সার্চ বারে PFMS লিখে সার্চ করলেই আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে Service -এর আওতায় থাকা Know Your Payment Status অপশনটি বেছে নিতে হবে।
৪. এরপর পুনরায় আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বর, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটি এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখে submit অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি দেখে নিতে পারবেন ই-শ্রম কার্ডের আওতায় আপনি অনুদান পেয়েছেন কিনা।
২০ এবং ২১ তারিখের ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, ই-শ্রম কার্ডের আওতায় থাকা সমস্ত শ্রমিকরা ই-শ্রম কার্ড আপডেট করলেই মাত্র তিন দিনের মধ্যে ই-শ্রম কার্ডের অনুদান পেয়ে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ই-শ্রম কার্ডের আওতায় ভারতের বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রতি মাসে ১০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।