eleven-new-moneys-has-been-launched-in-india
Advertisement

ভারতের ই-রুপি হল একটি ডিজিটাল মুদ্রা যা ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দ্বারা চালু করা হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা চালু করা ডিজিটাল মুদ্রা যা ডিজিটাল ব্যালেন্স হিসাবে আপনার ই-ওয়ালেটে রাখতে পারেন। ই-রুপি একটি ডিজিটাল রূপ এবং একটি কাগজের নোটের মতোই মূল্যবান। নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে এই ডিজিটাল কারেন্সি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন।

Advertisement

ই-রুপির অনেক সুবিধা রয়েছে। অত্যন্ত সহজেই কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিতে পারেন কোন ব্যক্তিকে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ই-রুপি ভারতের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। এটি অর্থ প্রদানের কাজ আরও দ্রুত, সহজ এবং নিরাপদ উপায়ে করতে পারে। এছাড়াও সবাই এই পদ্ধতি অবলম্বন করলে নতুন করে নোট ছাপাতে হবে না। তাতে কাগজ খরচ কম হবে, এবং গাছ কাটার প্রয়োজন পড়বে না বেশি।

Advertisement

আরও পড়ুন:- বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে উঠে এলো নতুন আপডেট। এখনই জেনে নিন।

বর্তমানে রিজার্ভ ব্যাংকের তরফে নয়টি ই-রুপি নোট এবং দুটি ই-রুপি কয়েন চালু করা হয়েছে। বর্তমানে রিজার্ভ ব্যাংকের তরফে চালু করা হয়েছে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০০ টাকার ই-রুপি নোট। এতে রিজার্ভ ব্যাংক গভর্নরের সই রয়েছে, অর্থাৎ এটি ব্যবহার করা সম্পূর্ণরূপে বৈধ। এছাড়াও রয়েছে ৫০ পয়সা এবং ১ টাকার দুটি ই-রুপি কয়েন। আপনারা চাইলে এগুলি সাধারন টাকার মতোই ব্যবহার করতে পারেন। তফাৎ হচ্ছে এমনি নোট কিংবা কয়েন আপনার মানিব্যাগে থাকে, ঠিক সেই ভাবেই এই টাকা আপনার ডিজিটাল মানিব্যাগ কিংবা ডিজিটাল ওয়ালেটে থাকবে।