সময় যতো এগিয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলির মতো সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তেও ইউপিআই (UPI Payment) এবং গুগল পে, ফোনপে, পেটিএম -এর মতো অ্যাপগুলির রমরমা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত ইউপিআই অ্যাপের কারণে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডও জনপ্রিয়তা হারাতে বসেছে। তবে বর্তমানে NPCI -এর তরফে এমন এক নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে যার কারণে আগামী দিনে ইউপিআই (UPI Payment) অ্যাপগুলির মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে ব্যবহারকারীকে।
আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। ইতিপূর্বেই জানা গিয়েছিল যে, ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হলে সমগ্র ভারত জুড়ে বিভিন্ন ক্ষেত্রের নানাবিধ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আর অন্যান্য পরিবর্তনগুলির সাথে ১লা এপ্রিল থেকে ইউপিআই অ্যাপগুলোর নিয়মেও পরিবর্তন আনা হবে বলেই জানা গিয়েছে। ইতিপূর্বে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI -এর তরফে জারি করা এক সার্কুলারে জানানো হয়েছিল যে, নতুন অর্থবর্ষ থেকে গুগল পে, ফোনপে, পেটিএম -এর মতো ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের ইউপিআই -এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে PPI বা প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস চার্জ দিতে হবে।
আগামী ১লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে। NPCI -এর তরফে জারি করা সার্কুলার অনুসারে, যে ব্যক্তি PPI ইস্যু করবেন তাকে ২০০০ টাকা কিংবা তার চেয়ে বেশি পরিমাণ টাকার লেনদেনের জন্য যে ব্যাংক থেকে টাকা পাঠানো হচ্ছে সেই ব্যাংককে ফি -এর ১৫ বেসিস পয়েন্ট দিতে হবে। অর্থাৎ ইউপিআই অ্যাপগুলির মাধ্যমে ২০০০ টাকা কিংবা তার চেয়ে বেশি পরিমাণ টাকা লেনদেন করা হলে ১.১% হারে চার্জ দিতে হবে উক্ত ব্যবহারকারীকে। যদিও বিভিন্ন ধরনের শিল্প এবং ব্যবসার ক্ষেত্রে এই চার্জ পরিবর্তিত হবে বলেই জানা গিয়েছে। এমনকী কৃষি এবং টেলিকম -এর খাতে এই চার্জ কম হতে পারে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে।
এপ্রিল থেকেই ১০০ দিনের কাজের টাকা বাড়তে চলেছে ১০%, সাধারণ মানুষের মুখে খুশির হাসি।
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, ব্যাংক এবং প্রিপেইড ওয়ালেট -এর মাধ্যমে টাকা bank to bank অথবা bank to person ট্রান্সফারের ক্ষেত্রে আলাদা করে কোনোরকম চার্জ দিতে হবে না। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, ৩০শে সেপ্টেম্বর কিংবা তার আগে থেকেই এই সারচার্জ সম্পর্কে NPCI -এর তরফে রিভিউ করা হবে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী ব্যক্তিদেরই এই অতিরিক্ত চার্জ দিতে হবে। সুতরাং, নতুন অর্থবর্ষ থেকে ইউপিআই -এর মাধ্যমে লেনদেনও যথেষ্ট ব্যয়বহুল হতে চলেছে।
এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে ফ্রীতে চিকিৎসা। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।
এই অতিরিক্ত সারচার্জ যুক্ত করার কারণে আগামী দিনে গুগল পে, ফোনপে কিংবা পেটিএম -এর মতো ইউপিআই পেমেন্ট অ্যাপগুলির ব্যবহার কমতে পারে বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহালমহলের কর্তা ব্যক্তিদের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের মাঝামাঝি সময় থেকেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে গুগল পে, ফোনপে, পেটিএম -এর মতো অন্যান্য ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি। আর ভারতজুড়ে চলতে থাকা এই মূল্যবৃদ্ধির মরশুমে ইউপিআই পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা চার্জ করা হলে ব্যবসায়ীদের যথেষ্ট লোকসানের সম্মুখীন হতে হবে, এমনটাই দাবি করা হচ্ছে অর্থনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে। তবে সাধারণ মানুষকে এই চার্জ দিতে হবে না এই খবরেই খানিকটা হলেও স্বস্তি মিলেছে।