পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য রয়েছে দারুণ এক সুখবর। এই রমজান মাস চলাকালীন সমগ্র রাজ্যজুড়ে খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা বিশেষ বিশেষ খাদ্যদ্রব্য পেতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে। তবে খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, কিছু বিশেষ রেশন কার্ড -এর আওতাভুক্ত নাগরিকরাই রেশন (Ration) দোকান থেকে এই সমস্ত বিশেষ খাদ্যদ্রব্য পেতে চলেছে। আর তাতেই রাজ্যব্যাপী নাগরিকদের মধ্যে আগামী দিনে কারা রেশন থেকে এই সমস্ত বিশেষ দ্রব্যগুলি পাবেন, কতোদিন পর্যন্ত রেশন দোকান থেকে এই সমস্ত দ্রব্যগুলি দেওয়া হবে তা নিয়ে নানাধরনের প্রশ্ন তুলেছেন।
এইসমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, খাদ্যদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে, রাজ্যব্যাপী যেসকল পরিবারগুলি অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন (Ration) কার্ডের আওতায় রয়েছে তারাই কেবলমাত্র রমজান মাস উপলক্ষ্যে চাল, গম, আটার পাশাপাশি চিনি, ময়দা, ছোলা পেতে চলেছেন। এক্ষেত্রে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ডের আওতায় থাকা প্রতিটি পরিবারকে ১ কেজি করে চিনি দেওয়া হবে, তবে এর জন্য খরচ করতে হবে ৩২ টাকা। এর পাশাপাশি AAY ও SPHH -এর অধীনস্থ পরিবারগুলিকে ৪৯ কেজি টাকা দরে পরিবার পিছু ১ কেজি করে ছোলা দেওয়া হবে।
এছাড়াও উপরোক্ত দুটি কার্ডের আওতায় থাকা প্রত্যেকটি পরিবার ১ কেজি করে ময়দা পাবে, তবে এক্ষেত্রে ময়দার জন্য ৩০ টাকা প্রতি কেজি ময়দার জন্য খরচ করতে হবে। এছাড়াও AAY কার্ডের আওতায় থাকা পরিবারগুলিকে অন্যান্য মাসের মতোই এই চলতি মাসেও পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম করে আটা বা গম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে প্রতিটি পরিবারকে ১ কেজি করে চিনিও দেওয়া হবে। অন্যদিকে, SPHH কার্ডের আওতাভুক্ত পরিবারগুলির প্রতিটি সদস্যকে ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা অথবা দু কেজি গম দেওয়া হবে।
খাদ্যদপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, ২৪শে মার্চ, ২০২৩ তারিখ থেকে শুরু করে ২১শে এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ডের অধীনস্থ সমস্ত পরিবারগুলিকে চাল, গম, আটার পাশাপাশি এই বিশেষ দ্রব্যগুলি দেওয়া হবে। ইতিমধ্যেই চাল, গম, আটার পাশাপাশি এই সমস্ত বিশেষ দ্রব্য বিতরণের খবর প্রকাশ্যে আনায় যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র রাজ্যে সাধারণ মানুষ। রমজান মাস উপলক্ষ্যে রেশন দোকান থেকেই সমস্ত বিশেষ দ্রব্য বিতরণ করা হলে যথেষ্ট সুবিধা পাবেন সমগ্র রাজ্যে সাধারণ মানুষ, এমনটাই মনে করা হচ্ছে রাজ্যের খাদ্যদপ্তরের কর্তা ব্যক্তিদের তরফে।