দেশের কৃষকদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যেসমস্ত জনদরদী প্রকল্প কার্যকর করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। সার, কীটনাশক, বীজ থেকে শুরু করে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কৃষকদের যাতে সমস্যা সম্মুখীন না হতে হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছিল। এই যোজনার আওতায় কৃষকদের ত্রৈমাসিক ভিত্তিতে বা বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। তবে এবারে কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় দ্বিগুণ অনুদান পেতে চলেছেন বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।
ইতিমধ্যে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত এই খবরটি নিয়ে দেশের কৃষকমহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এমনকী আগামী দিনে কারা এই অতিরিক্ত অনুদান পাবে এই বিষয়টি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে সমগ্র দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের মধ্যে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে পিএম কিষাণ -এর আওতাভুক্ত কৃষকরা বর্তমানে এই যোজনার ১৪ তম ইনস্টলমেন্টের অনুদানের পাওয়ার অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবর মারফত জানা গিয়েছে যে, পিএম কিষাণ -এর আওতাভুক্ত যোগ্য কৃষকরা এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে ১৪ তম কিস্তির টাকা পেয়ে যাবেন। আর এই প্রসঙ্গেই বারংবার দ্বিগুণ অনুদানের বিষয়টি সামনে এসেছে।
আরও পড়ুনঃ- রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ উপকৃত হবে হাজার হাজার মানুষ।
এই সমস্ত সূত্রের রিপোর্ট অনুসারে আরও জানা গিয়েছে যে, পিএম কিষাণ যোজনার ১৩ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার সময় ভেরিফিকেশন না হওয়ার কারণে বহু যোগ্য কৃষক ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাননি। এই সমস্ত কৃষকদের মধ্যে যারা ইতিমধ্যেই ভেরিফিকেশনে প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তাদের আগামী দিনে ১৪ তম ইনস্টলমেন্টের টাকা এবং ১৩ তম ইনস্টলমেন্টের টাকা একই সাথে দেওয়া হবে। অর্থাৎ যেসমস্ত কৃষকরা ভেরিফিকেশন না হওয়ার কারণে ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাননি তারা আগামী দিনে একই সাথে ১৩ এবং ১৪ তম ইন্সট্রলমেন্টের টাকা অর্থাৎ ৪০০০ টাকা পেতে চলেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ৩১শে মে তারিখে পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের ১৩ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছিল। আর তাতেই আগত জুলাই মাসের পূর্বেই কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনার আওতায় ১৪ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে বলেই দাবি করা হচ্ছে এই সমস্ত সূত্রের তরফে। এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, পিএম কিষাণ -এর আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকদের জমি সংক্রান্ত নথি এবং ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক এমনটাই জানানো হয়েছে পিএম কিষাণের কর্মকর্তাদের তরফে। যেসমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের জমি সংক্রান্ত নথি আপলোড করেননি এবং ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা আগামী দিনে পিএম কিষাণের অনুদান প্রাপকের তালিকা থেকে বাদ পড়বেন বলেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের কর্তাব্যক্তিদের তরফে।
আরও পড়ুনঃ- আপনি আবাস যোজনায় ঘর পাবেন কিনা দেখবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি।
যার জেরে আগামী দিনে পিএম কিষাণ যোজনা থেকে বাতিল হওয়া অযোগ্য কৃষকের সংখ্যা আরো বাড়বে বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিদের তরফে। এর পাশাপাশি কৃষকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, পিএম কিষাণ যোজনা সংক্রান্ত যেকোনো সমস্যা কিংবা অভিযোগ জানানোর ক্ষেত্রে আপনি পিএম কিষাণ -এর কর্মকর্তাদের তরফে কার্যকরী হেল্পলাইন নম্বর 155261, 1800115526, 011-23381092 -এ যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে আপনি পিএম কিষাণ -এর কর্তৃপক্ষের তরফে জারি করা ইমেইল অ্যাড্রেস pmkisan-ict@gov.in -এ মেইল করার মাধ্যমে নিজের অভিযোগ কিংবা সমস্যা জানাতে পারেন।