বর্তমানে অধিকাংশ বাড়িতেই বিদ্যুৎ কোম্পানিগুলির তরফে লাগানো হচ্ছে স্মার্ট মিটার। শহর হোক কিংবা মফস্বল, কিংবা গ্রাম- সব জায়গাতেই দেখা যাচ্ছে যে পুরাতন মিটার পাল্টে লাগিয়ে ফেলা হচ্ছে এই নতুন স্মার্ট মিটারগুলি। এই মিটার গুলির মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ চুরি রুখে দেওয়া। বিদ্যুৎ চুরি একটি বেআইনি কাজ। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষই অনৈতিকভাবে বিদ্যুৎ চুরি করে। তাদের ধরতেই এই মিটার লাগানো হয়। কিন্তু এই মিটার সংক্রান্ত এমন একটি তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরব যা দেখলে আপনাদের চক্ষু চরকগাছ হয়ে যাবে।
যদি খেয়াল করেন দেখবেন আপনার স্মার্ট মিটার গুলিতে একটি লাল রঙের লাইট জ্বলছে। যেদিন থেকে বাড়িতে মিটার লাগানো হয়েছে সেদিন থেকেই সেই লাইট জ্বলছে, নেভানোর কোন উপায় নেই। কিন্তু জানেন কি এই লাল লাইটের জন্যে আপনাকে কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে? সেই সম্বন্ধেই আপনাকে বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে।
আগেকার দিনের বাড়িতে নম্বর দেওয়া বিদ্যুৎ মিটার বসানো হতো। তবে এখন সেই মিটার পাল্টানো হচ্ছে সর্বত্র। বর্তমানে মানুষ নিজের বাড়ির বাইরে মিটার বসাচ্ছেন। বাইরে মিটার বসানোর কারণে বিদ্যুৎ চুরি হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই মিটারে লাল রঙের একটি লাইট প্রদান করা হয় যাতে বোঝা যায় বিদ্যুৎ চুরি হচ্ছে কিনা। আগের মিটারগুলিতে এমন কোনও লাইট থাকত না। কিন্তু বিদ্যুৎ চুরি রুখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মিটারে লাইট জলার অর্থ হলো আপনার মিটারে কারেন্ট চলছে। কিন্তু যদি লাইট না জ্বলে অর্থাৎ আপনার মিটার বন্ধ করা রয়েছে। মিটার বন্ধ না করলে কোনমতেই সেই লাল আলো বন্ধ হবে না।
আরও পড়ুন:- Phonepe, Google Pay এর দিন শেষ। এখন SBI এর YONO অ্যাপ দিয়েই সরাসরি করা যাবে UPI পেমেন্ট।
একই সঙ্গে যদি দেখতে পারেন হঠাৎ করে মিটারের লাল আলোটি ডপডপ করে জ্বলছে অর্থাৎ তার কম্পাঙ্ক বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কেন বেড়ে যায়? আসলে মিটারে বেশি লোড পড়লে সেই আলোর কম্পাঙ্ক বেড়ে যায়। দ্রুত সেটি অন-অফ হতে শুরু করে। যদি মিটারে লোড নর্মাল থাকে তাহলে ওই আলোর কম্পন অনেক ধীরে হয়। আপনি যদি হঠাৎ করে বাড়িতে এসি কিংবা পাম্প চালান দেখবেন সেই লাল আলোটি দপদপ করে জ্বলছে। এমনিতে সেই আলো ওরকম দপদপ করে জ্বলে না। এখন প্রশ্ন হচ্ছে এই লাল আলো জ্বালাতে খরচা কত হয়? বিভিন্ন জায়গায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় খুব বেশি হলে এই আলো প্রতি মাসে এক ইউনিট করে বিদ্যুৎ খরচ করে। সেক্ষেত্রে প্রতি মাসে আলোর জন্য খরচ ৮ থেকে ১০ টাকা। এই টাকা আপনার কাছে সামান্য লাগতে পারে কিন্তু ধরুন আপনার অ্যাপার্টমেন্টে ছয়টি ফ্ল্যাট। অর্থাৎ শুধুমাত্র একটি অ্যাপার্টমেন্ট থেকেই আপনার বিদ্যুৎ কোম্পানি প্রতি মাসে প্রায় ৫০-৬০ টাকা বেশি তুলছে। এবার আপনি চিন্তা করে দেখুন আপনার পাড়ায় কটা বাড়ি, আপনার এলাকায় কটা বাড়ি এবং গোটা শহরে কটা বাড়ি। তাহলেই বুঝতে পারছেন এই আলোর দৌলাতেই বিদ্যুৎ কোম্পানিগুলো প্রতি মাসে কয়েকশো কোটি টাকা লাভ করছে। বছর চারেক আগে মুক্তি পাওয়া একটি সিনেমা ‘বাত্তি গুল মিটার চালু’-তে এই বিষয়টি বিস্তারিতভাবে দেখানো হয়েছিল।