find-out-how-to-avoid-petrol-pump-fraud

লরি হোক বা বাস অথবা প্রাইভেট গাড়ি কিংবা মোটরবাইক সমস্ত কিছু চালানোর ক্ষেত্রেই পেট্রোল প্রয়োজন হয়ে থাকে। আর পেট্রোল প্রয়োজন হলে সাধারণ জনগণ তাদের বাড়ির নিকটবর্তী যেকোনো পেট্রোল পাম্প থেকেই পেট্রোল কিনে থাকেন। তবে পেট্রোল কেনার সময় বারবার সাধারণ জনগণের মনে যে প্রশ্নটি ওঠে তা হলো, পেট্রোল পাম্পের কর্মী টাকার বিনিময়ে সঠিক পরিমাণ পেট্রোল দিয়েছে কিনা। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে এইরূপ বেশ কিছু ঘটনার কথা সামনে এসেছে । আর তাতেই সমগ্র ভারতের সাধারণ জনগণ পেট্রোল পাম্প ফ্রড (Petrol Pump Fraud) নিয়ে যথেষ্ট চিন্তায় থাকেন। তবে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে এমন কতোগুলি বিশেষ ট্রিকস সম্পর্কে জানা গিয়েছে যেগুলির মাধ্যমে আপনারা পেট্রোল পাম্প ফ্রড (Petrol Pump Fraud) থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

petrol-pump-fraud

চলুন তবে পেট্রোল পাম্প ফ্রড থেকে সুরক্ষিত থাকার বিশেষ ট্রিকসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:-
পেট্রোল পাম্প ফ্রড থেকে বাঁচার জন্য পেট্রোল পাম্পে গিয়ে প্রথমেই আপনাকে চেক করতে হবে মিটার রিডিং শূন্য রয়েছে কিনা। অনেকক্ষেত্রেই মিটার রিডিং শূন্য হয় না, বরং মিটার রিডিং -এ অনেকগুলি ৮ থাকে, যার কারণে আগের গ্রাহকের পেট্রোল কেনার সময় যে মিটার রিডিং রয়ে গিয়েছে ডিসপেনসার মেশিন তার পর থেকেই মিটার রিডিং গণনা করতে শুরু করে। ফলত আপনি যে আমানতের টাকা দিয়েছেন তার তুলনায় কম পেট্রোল পাবেন। এমনকী এই বিষয়টি রিমোট দ্বারা কন্ট্রোল করাও সম্ভব। সুতরাং, পেট্রোল পাম্প ফ্রড থেকে সুরক্ষিত থাকার জন্য পেট্রোল কেনার সময় অবশ্যই ডিসপেনসার মেশিনের মিটার বক্সে চোখ রাখুন। অনেক ক্ষেত্রেই গাড়ির চালক গাড়িতে বসে বিষয়টি দেখার চেষ্টা করেন তবে ৮ এবং ০ -এর মধ্যে পার্থক্য বোঝা যথেষ্ট মুশকিল, সুতরাং এক্ষেত্রে বিষয়টি নজরে রাখতে গাড়ি থেকে নেমে যাওয়াই ভালো। এছাড়াও আপনি নজেলের দিকেও চোখ রাখতে পারেন।

আরও পড়ুন:- ট্রেনে চলাকালীন রেললাইনে ফোন পড়ে গেছে? চিন্তা নেই এবার আপনার ফোন আপনাকে ফিরিয়ে দেবে রেল কর্তৃপক্ষ

অন্যদিকে, কম গুণমান সম্পন্ন পেট্রোল কিনে নেওয়ার মাধ্যমেও আপনি প্রতারিত হতে পারেন। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে, জল, ন্যাপথ্যা এবং হোয়াইট কেরোসিন -এর মতো দ্রব্য পেট্রোলের সাথে মিশিয়ে আপনাকে প্রতারিত করা হতে পারে। আপনার যদি মনে হয় পেট্রোল পাম্প থেকে আপনাকে কম গুণমান সম্পন্ন অথবা ভেজাল মিশ্রিত পেট্রোল দেওয়া হয়েছে, তবে আপনি ফিল্টার পেপার টেস্ট এবং ডেনসিটি টেস্টের মাধ্যমে পেট্রোলের গুণমান পরীক্ষা করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, ফিল্টার পেপার টেস্টের মাধ্যমে পেট্রোলের গুণমান পরীক্ষা করার জন্য আপনাকে ফিল্টার পেপারের ওপর কয়েক ফোঁটা পেট্রোল ফেলতে হবে। যদি পেট্রোল ফিল্টার পেপারে কোনরকম দাগ না রেখেই উবে যায় তবে বুঝতে হবে পেট্রোলের গুণমান যথেষ্ট ভালো। তবে যদি ফিল্টার পেপারে দাগ রয়ে যায় তাহলে জানতে হবে পেট্রোলে নিশ্চয়ই কোনোপ্রকার ভেজাল রয়েছে। অন্যদিকে, ডেন্সিটি টেস্টের ক্ষেত্রে হাইড্রোমিটার এবং থার্মোমিটার -এর মাধ্যমে পেট্রোলের ডেনসিটি চেক করা হয়। এছাড়াও ডিস্পেন্সার মেশিন -এর ডিসপ্লেতেও পেট্রোলের ডেন্সিটি বা ঘনত্ব সম্পর্কে উল্লেখ করা থাকে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link

এছাড়াও ডিসপেনসার মেশিনে থাকা অ্যাসেম্বলিতে এমন বেশ কিছু পরিবর্তন করা সম্ভব, যার মাধ্যমে আপনি ডিসপেনসার মেশিনের রিডিং -এ দেখতে পারবেন আপনার দেওয়া টাকা অনুসারে যতটা পেট্রোল পূরণ করা প্রয়োজন ততোটাই আপনার গাড়ির ট্যাংকে পূরণ করা হয়েছে। কিন্তু আদৌতে তা হবেনা, আপনার দেওয়া টাকার তুলনায় যথেষ্ট কম পেট্রোল আপনি পাবেন। অর্থাৎ মেশিনের অ্যাসেম্বলির ক্যালকুলেশন প্রক্রিয়ায় নানা ধরনের পরিবর্তন করে আপনাকে ১ লিটারের বদলে ৮০০ মিলিলিটার পেট্রোল দেওয়া যেতে পারে, এমনকী এক্ষেত্রে ডিসপেনসার মেশিনের রিডিং -এর মাধ্যমেও তা ধরা সম্ভব হবে না। আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তবে পেট্রোল পাম্পে থাকা ৫ লিটারের জারে পেট্রোল ভরে আপনি আপনার সন্দেহ দূর করতে পারবেন।

আরও পড়ুন:- ফোন কিছুক্ষন পর পর মেমোরি ফুল দেখাচ্ছে? কিভাবে স্টোরেজ ক্লিয়ার করবেন ঝটপট দেখে নিন

এছাড়াও অনেক ক্ষেত্রেই ডিসপেনসার মেশিনের উপরের অংশে বেশ কিছু সফটওয়্যার লঞ্চ করার মাধ্যমেও এই একই ব্যবস্থা করা যেতে পারে, যার মাধ্যমে ডিসপেনসার মেশিনের রিডিং যথেষ্ট পরিবর্তিত হবে কিন্তু পেট্রোল স্বাভাবিক নিয়মেই ধীরে ট্যাংকে আসবে। ফলত রিডিং -এর তুলনায় কম পরিমাণ পেট্রোল ট্যাংকে আসবে। যার ফলে গ্রাহকদের যথেষ্ট ক্ষতি হবে। যদিও এইসকল ফ্রড বন্ধ করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে যথেষ্ট ব্যবস্থপনা গ্রহণ করা হয়েছে। তবুও অনেকক্ষেত্রেই নানাভাবে সাধারণ মানুষকে ঠকানো হয়ে থাকে। সুতরাং, পেট্রোল পাম্পে পেট্রোল কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন।