find-out-how-to-understand-how-much-money-you-get-as-tds-refund
Advertisement

সাধারণভাবে বলতে গেলে টিডিএস কিংবা ট্যাক্স ডিডারটেড অ্যাট সোর্স, হল আপনার বেতন থেকে যতটা অংশ ট্যাক্স রূপে কেটে নেওয়া হয় সরকারের তরফে। তবে আপনার বেতনের কতটা অংশ কাটা হবে আর কতটা অংশ আপনাকে রিফান্ড করে দেওয়া হবে তার সম্পূর্ণ নির্ধারণ করে সরকার। এবার আপনি যদি দেখতে চান আপনার টিডিএস কতটা রিফান্ড হয়েছে তাহলে অনেকেই সমস্যায় পড়েন। অধিকাংশ ক্ষেত্রেই স্ট্যাটাস দেখতে গেলে দেখায়- নট ডিটারমাইন্ড, পেইড, নট পেইড ইত্যাদি।

Advertisement

তবে এরকম দেখালেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক সময়মতো টিডিএস রিফান্ড হয়ে গেছে। আরে কোন কারণে রিফান্ড আসতে যদি দেরি হয় কিংবা রিফান্ড না হয় তাহলে তা অবশ্যই চিন্তার কারণ। এমতাবস্তায় কোন অর্থনৈতিক বিশেষজ্ঞ কিংবা ট্যাক্স ফাইল করেন এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করাই ভালো। তিনিই ভাল বলে দিতে পারবেন যে, আপনার ট্যাক্স রিফান্ড কেন আটকে রয়েছে কিংবা আপনার কতটা অংশ রিফান্ড হবে। তবে আপনাকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না কিংবা চেক করার জন্য কারো কাছে দৌড়াতে হবে না। কেননা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বাড়িতে বসে মোবাইলে বিনামূল্যে করা যায়। কিভাবে? সেটাই জানাবো আজকে আপনাদের।

Advertisement

আরও পড়ুন:- রেলের দারুণ উদ্যোগ, এবার থেকে মাত্র ২০ টাকায় পাওয়া যাবে পেট ভর্তি খাবার।

আর কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই মোবাইলে বসে দেখতে পারবেন আপনার টিডিএস স্ট্যাটাস। কিভাবে দেখবেন তা জানার জন্য আপনাকে এই প্রক্রিয়াগুলি সঠিকভাবে অনুসরণ করতে হবে। মূলত দু’ভাবে করা যায় এটি। সর্বপ্রথম পদ্ধতিটি হল ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে টিডিএস রিফান্ড স্টেটাস চেক করা।

এটি করতে হলে সবার আগে আপনাকে মোবাইলে খুলে নিতে হবে ইনকাম ট্যাক্স-এর ই-ফাইলিং পোর্টাল। এরপর আপনি আপনার ইউজার আইডি অর্থাৎ প্যান কার্ড কিংবা আধার কার্ড দিয়ে রেজিস্টার করুন এবং নিজের সুবিধা মত পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি মাথায় রাখবেন। এছাড়া আপনি যদি পুনরায় লগইন করতে চান তাহলে আপনাকে ডেট অফ ইনকর্পোরেশন দিয়ে লগ ইন করতে হবে। আপনি যদি আপনার ট্যাক্স ফাইলইং এর যাবতীয় ডিটেলস সেখানে দেন তাহলেই আপনার সামনে চলে আসবে স্ট্যাটাস দেখার অপশন। এরপর আপনাকে ক্যাপচা দিয়ে রিফান্ড স্টেটাস অপশনে ক্লিক করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে আপনার টিডিএস স্ট্যাটাস। এছাড়াও আপনি যদি চান তাহলে আরেকটি উপায় আছে। এর জন্য আপনাকে এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট লিংকটি এখানে দেওয়া হলো- https://tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html। নিজের প্যান কার্ড নম্বর কিংবা আধার কার্ড নম্বর দিয়ে এসেসমেন্ট ইয়ার দিতে হবে। এরপর ক্যাপচা দিয়ে প্রসিডে ক্লিক করলেই আপনার টিডিএস স্টেটাস চলে আসবে সামনে।