একুশের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের গৃহলক্ষ্মীদের উন্নয়নের খাতিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকর করা হয়েছিল। আর ইতিমধ্যেই এই প্রকল্পের জনপ্রিয়তার রীতিমতো তুঙ্গে পৌঁছেছে। ১লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হয়েছে। ইতিমধ্যেই বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এই ক্যাম্পের আওতায় আবেদন জানিয়েছেন।
আর তাতেই রাজের মহিলাদের মধ্যে আগামী দিনে তারা কবে অনুদান পাবেন, আদৌও অনুদান পাবেন কিনা এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে এমন এক প্রক্রিয়া কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে কয়েক মাত্র মিনিটেই দেখে নিতে পারবেন আগামী দিনে আপনি কবে টাকা পেতে চলেছেন কিংবা আদৌও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে আপনি টাকা পাবেন কিনা।
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনার বাড়িতে বসেই লক্ষ্মীর ভান্ডারের অনুদান কবে পাবেন তা সম্পর্কে জেনে নিতে পারবেন:-
১. বাড়িতে বসেই লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন তা জানার জন্য আপনাকে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে হবে। আর এর জন্য আপনাকে পৌঁছে যেতে হবে রাজ্য সরকারের কার্যকরী লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login -এ।
২. এরপর হোম পেইজে থাকা নির্দিষ্ট স্থানে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখতে হবে এবং Generate OTP বাটনে ক্লিক করতে হবে।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। পরবর্তীতে ওই OTP টি সঠিক স্থানে লিখে login -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন:- গ্যাসে কতক্ষণ রান্না করলে কতো টাকার গ্যাস খরচ হবে
৪. Login -এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এই পেমেন্ট স্ট্যাটাস -এর মাধ্যমে আপনি আগামী দিনে অনুদান পাবেন কি না এমনকি কবে অনুদান পাবেন তা সম্পর্কে জেনে নিতে পারবেন।
এর পাশাপাশি মহিলাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, আপনারা নিজেদের ব্যাংকের শাখায় গিয়ে পাসবই আপডেট করার মাধ্যমে জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের আওতায় আপনি টাকা পেয়েছেন কিনা। এছাড়াও পাসবুক অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে আপনি বাড়িতে বসেই জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের আওতায় আপনি টাকা পেয়েছেন কিনা।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link