কিছুদিন পূর্বেই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik) শেষ হয়েছে। আর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানেই ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণি থেকে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে তা নিয়ে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের একরাশ দুশ্চিন্তা। ফলত ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের দুশ্চিন্তা দূর করার জন্য আমরা আজকের এই প্রতিবেদনে মাধ্যমিকের পর কোন কোন স্ট্রিম নিয়ে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারবেন তা নিয়ে আলোচনা করতে চলেছি।
প্রথমেই বলে রাখি, মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণি থেকে সাইন্স, আর্টস এবং কমার্স এই তিনটি শাখার যেকোনো একটি বেছে নিয়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষার পথে এগিয়ে যেতে পারবেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে সাইন্স কিংবা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার ক্ষেত্রে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা অংক এবং কম্পিউটার সাইন্স -এর মধ্যে থেকে যেকোনো চারটি বিষয়ে বেছে নিতে হবে। তবে সাইন্স স্ট্রিমে পড়াশোনা করার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই নির্বাচন করতে হবে, তবে পরবর্তী সময়ে আপনি মেডিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং কোনক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন তার ওপর নির্ভর করে অন্য বিষয়গুলি নির্বাচন করতে হবে।
যেসকল ছাত্র-ছাত্রীরা আর্টস স্ট্রিমে পড়াশোনা করতে আগ্রহী ইতিহাস, ভূগোল, সংস্কৃত, অর্থনীতি, এডুকেশন, দর্শন সহ একাধিক বিষয়ের মধ্যে থেকে যেকোনো চারটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে চারটি বিষয়ের মধ্যে ইতিহাস, ভূগোল, দর্শনের মতো যেকোনো একটি বিষয়কে বেছে নিলে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন। অন্যদিকে, এইসমস্ত বিষয়ের পাশাপশি এডুকেশন, পলিটিক্যাল সায়েন্সে, শরীর শিক্ষা, পরিবেশ বিদ্যা, সোশ্যাল সায়েন্স, হোম ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ যেসকল বিষয়ে যথেষ্ট ভালো নম্বর পাওয়া যায় সেই সকল বিষয়গুলি নির্বাচন করতে হবে।
শিক্ষানীতিতে হতে চলেছে বিশাল পরিবর্তন। উঠে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।
যেসকল ছাত্র-ছাত্রীরা রান্না করতে ভালোবাসে অথবা ভবিষ্যতের ডায়টিসিয়ান হতে চান তারা অবশ্যই নিউট্রিশিয়ান বিষয়টি নির্বাচন করতে পারেন। তবে কোন ছাত্র-ছাত্রী কোন বিষয়টি নির্বাচন করতে পারবেন তা নির্ভর করছে তিনি কোন স্কুলে পড়াশোনা করছেন তার ওপরে কারণ সমস্ত স্কুলে সমস্ত বিষয় নিয়ে পড়ানো হয় না। আপনি যে স্কুলে পড়ছেন অথবা আগামী দিনে যে স্কুলে ভর্তি হতে চান সেই স্কুলটিতে কি কি বিষয় পড়ানো হয় তার ওপর নির্ভর করে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
যেসমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর হিসাব-নিকাশ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তারা অতি অবশ্যই কমার্স শাখাটি বেছে নিতে পারেন। এই শাখার আওতায় অ্যাকাউন্টান্সি, ল অ্যান্ড অডিট, বিজনেস স্টাডিস, কস্ট অ্যান্ড ট্যাক্স, ইকোনমিক্স, স্ট্যাটিসটিকস, অংক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো বিষয়গুলি রয়েছে। এক্ষেত্রে আপনি ভবিষ্যতে কোন দিকে এগোতে চাইছেন তার ওপর নির্ভর করে আপনার স্কুলে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে থেকে বিষয় নির্বাচন করতে হবে।
ওয়েসিস স্কলারশিপের টাকা পেতে সকলকে করতে হবে এই কাজ। কিভাবে করবেন জেনে নিন।
প্রসঙ্গত উল্লেখ্য, অধিকাংশ ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের মনে হয়ে থাকে সাইন্স কিংবা কমার্স কঠিন এবং আর্টস সহজ। কিন্তু ছাত্র-ছাত্রীদের জন্য জানিয়ে রাখি যে, কোন বিষয়ে সহজ কিংবা কঠিন নয়। প্রত্যেকটি বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব, তবে এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। সুতরাং, আপনি ভবিষ্যতে কোন বিষয়টি নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে চাইছেন বা আগামী দিনে কোন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চাইছেন তার ওপর নির্ভর করে স্ট্রিম নির্বাচন করতে হবে।