যেকোনো গাড়ির ক্ষেত্রেই গাড়ির ফিটনেস সার্টিফিকেট অবশ্য প্রয়োজনীয়। আর এবারে সাধারণ মানুষের সুবিধার জন্য সরকারের তরফে এমন একবার পদ্ধতি কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকরা অত্যন্ত সহজেই বাড়িতে বসে নিজেদের গাড়ি ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড (Fitness Certificate Download) করে নিতে পারবেন।
চলুন তবে জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে আপনারা বাড়িতে বসেই নিজস্ব গাড়ির ফিটনেস সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন:-
ডিজিটালাইজেশন-এর কারণে বর্তমানে সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। আর এই ডিজিটালাইজেশনের কারণেই রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে এমন বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা বাড়িতে বসে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলি হাতে পেয়ে যেতে পারবেন। বর্তমানে ঠিক তেমনভাবেই কয়েকটি সহজ ধাপ অবলম্বন করে আপনিও আপনার গাড়ির ফিটনেস সার্টিফিকেট (Fitness Certificate Download) বাড়িতে বসেই হাতে পেয়ে যেতে পারেন, আর এই ধাপগুলি হলো:-
১. এজন্য প্রথমে আপনাকে পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan/ -এ যেতে হবে।
২. এরপর হোমপেজে থাকা মেনু বাটনে ক্লিক করলেই আপনার সামনে অনেকগুলি অপশন আসবে যার মধ্যে থেকে Online Services -এর আওতায় থাকা Vehicle Related Services অপশনটি নির্বাচন করতে হবে।
৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে।
সকলের কাছে আসছে এই মেসেজ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আবার জারি হলো নতুন আপডেট।
৪. আপনার রাজ্য সঠিকভাবে নির্বাচন করা হলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার RTO সঠিকভাবে নির্বাচন করে নিয়ে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি ফেজ আসবে, সেখানে থাকা Proceed অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর পুনরায় আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা মেনু বারে আপনাকে ক্লিক করতে হবে এবং Download Document -এর আওতায় থাকা Print Fitness Certificate অপশনটি বেছে নিতে হবে।
২০ এবং ২১ তারিখের ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন
৬. পরবর্তীতে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে। এই নতুন পেজটিতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং verify details অপশনে ক্লিক করতে হবে।
৭. উপরোক্ত অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দেখতে পাবেন। তারপর স্ক্রিনে থাকা Get OTP অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওটিপি আসবে। এই OTP টি সঠিক স্থানে সঠিকভাবে লিখে Submit অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আপনি আপনার গাড়ির ফিটনেস সার্টিফিকেটটি দেখতে পারবেন।
৮. এরপর Save as PDF অপশনে ক্লিক করে আপনি এই সার্টিফিকেটটি আপনার ফোনে পিডিএফ হিসেবে Save করতে পারবেন অথবা Print অপশনে ক্লিক করে আপনার ফিটনেস সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন।