ভারতের বসবাসকারী মহিলাদের উন্নয়নের স্বার্থে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার বিভিন্ন প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। আর এবারেও এই নতুন বছরের শুরুতেই মহিলাদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে এক নতুন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Four days leave)।
আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে। সুতরাং, সমগ্র ভারতের অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মীরা আগামী দিনে প্রত্যেক মাসে এক বিশেষ ছুটি পেতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত নির্দেশ অনুসারে। তবে এই বিশেষ ছুটি শুধুমাত্র মহিলা কর্মীরাই পেতে চলেছেন তা নয়, আগামী দিনে সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্রীরাও এই বিশেষ ছুটি (Four days leave) পেতে চলেছেন বলেই দাবি করা হয়েছে এই সমস্ত সূত্র মারফত।
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, বিশ্বের অন্যান্য দেশের মতোই সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলা এবং স্কুল কলেজে পাঠরত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ঋতুস্রাব চলাকালীন ছুটির দাবি জানিয়ে জনস্বার্থে মামলা করা হয়েছিল। আর এই মামলার রায়ে সুপ্রিম কোর্টের তরফে প্রত্যেক রাজ্যকে এক নির্দিষ্ট নিয়ম নীতির খসড়া তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঋতুকালীন দিনগুলিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলা এবং ছাত্রীদের যাতে অসহ্য যন্ত্রণা সহ্য করেও সমস্ত ধরনের কাজ না করতে হয় তার জন্যই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
প্যান কার্ড ব্যবহার করেন? বিপদে পরবার আগে এই ৫ টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখুন।
তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো নীতি নির্ধারণ সম্ভব নয় বলেই তো সমস্ত রাজ্যগুলিকে তাদের নিজস্ব নিয়ম নীতি অনুসারে খসড়া নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ইতিমধ্যেই বাইজু’স, ওরিয়েন্ট, সুইগি, জোম্যাটো সহ দেশের অন্যান্য সংস্থাগুলির অধীনে কর্মরত মহিলা কর্মীদের ক্ষেত্রে ঋতুকালীন ছুটি মঞ্জুর করা হয়েছে। আর তাতেই ভারতে বসবাসকারী সমস্ত মহিলাই এই একই ছুটির দাবিদার বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিরা।
এবার রেশন দোকান থেকেই পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। কারা কারা পাবেন জেনে নিন
ফলত এই বিষয়ক কোনো নির্দিষ্ট নিয়ম নীতি কার্যকর না করে ঋতুকালীন ছুটির বিষয়টি প্রত্যেকটি রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীনে উত্থাপন করাকেই যুক্তিযুক্ত বলে মনে করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আর তাতেই রাজ্যের মহিলারা আগামী দিনে প্রতি মাসে ঋতুস্রাব চলাকালীন ৪ দিনের ছুটি পেতে চলেছেন বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত। যদিও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিংবা ভারতের অন্যান্য রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে কোনরূপ নীতি নির্ধারণ করা হয়নি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী দিনে খুব শীঘ্রই এ সংক্রান্ত নীতি নির্ধারিত হবে বলেই আশা রাখছেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের মহিলারা।