free-ration-february-month
Advertisement

করোনা মহামারীর ফলে সমগ্র ভারতের সাধারণ জনগণ যে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিলেন তার ফলে ভারত তথা সমগ্র পশ্চিমবঙ্গের নাগরিকদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো। আর তৎকালীন সময়ে সাধারণ মানুষের সুবিধার দিকটি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে রেশন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিলো (Free Ration February)।

Advertisement

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ১ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই নাগরিকরা জানেন না এই ফেব্রুয়ারি মাসে তারা রেশনে কতো পরিমাণ চাল-গম সহ অন্যান্য খাদ্যদ্রব্য পাবেন। আর তাই আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

Advertisement

চলুন তবে জেনে নেওয়া যাক, এই ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গবাসী কোন কোন কার্ডে কি পরিমাণ খাদ্যদ্রব্য পেতে চলেছেন (Free Ration February):-
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সরকারের তরফে ৫ ধরনের ডিজিটাল রেশন কার্ড কার্যকর করা হয়েছে। আর এই রেশন কার্ডগুলি হলো:- AAY, SPHH, PHH, RKSY-I এবং RKSY-II। এই রেশন কার্ডগুলির অধীনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে ভিন্ন ভিন্ন পরিমান খাদ্যদ্রব্য দেওয়া হয়ে থাকে।

ওয়েসিস স্কলারশিপের খুশির খবর। চারটি বড়ো আপডেট প্রকাশ করা হলো ছাত্র-ছাত্রীদের জন্য

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যে, এই ফেব্রুয়ারি মাসে AAY কার্ডধারী ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পেয়ে যাবেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, AAY কার্ডের আওতাধীন প্রত্যেক পরিবারকে ১ কেজি করে চিনি দেওয়া হবে, তবে এক্ষেত্রে ১ কেজির চিনির জন্য একজন ব্যক্তিকে ১৩ টাকা ৫০ পয়সা খরচ করতে হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

অন্যদিকে, PHH রেশন কার্ডধারী ব্যক্তিরা কার্ডপিছু ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা অথবা ২ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে চলেছেন। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, PHH কার্ডধারী ব্যক্তিদের আটা অথবা গম যেকোনো একটি দেওয়া হবে। এর পাশাপাশি খাদ্য দপ্তরের তরফে আরো জানানো হয়েছে যে, SPHH রেশন কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি করে গম দেওয়া হবে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

মাত্র ২০০ টাকা জমা করে প্রত্যেক মাসে পেয়ে যান ৩০০০ টাকা করে। আজই আবেদন করুন এই প্রকল্পে

খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, RKSY-I কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা ৫ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে চলেছেন। এছাড়াও RKSY-II কার্ডের আওতাধীন ব্যক্তিরা এই চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ২ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে চলেছেন।