পুরো লিস্ট দেখতে পড়ুন বিস্তারিত।
জুলাই মাসের রেশন তালিকা প্রকাশ হয়ে গেল। প্রতি মাসের শুরুর দিকে এখন ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্ট দিয়ে রেশন তালিকা টুইটারে দিয়ে দেওয়া হয়। যাতে প্রত্যেকে সেই তালিকা দেখে নিয়ে নিজের প্রাপ্য খাদ্যশস্য নিয়ে আসে। আগে এই তালিকা অনেকেই জানত না তাই রেশন ডিলারদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ উঠত। তারা খোলাবাজারে অনেক বেশি দামে বিক্রি করে। এমনকি পরিবারের লোকেরাও অনুপস্থিতিতে নিয়ে বিক্রি করে দেয়। এই দুর্নীতি বন্ধ করার জন্য ডিজিট্যাল রেশন কার্ড এল দেশে যেখানে বায়োমেট্রিক দিয়ে রেশন সামগ্রী তুলতে হয়।
এই মাস অর্থাৎ জুলাই মাসে কে কত রেশন পাবেন তার তালিকা সামনে চলে এসেছে। প্রত্যেক উপভোক্তা নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশন পাবেন। যারা অন্ত্যদয় অন্ন যোজনার আওতায় পড়ছেন তারা এই মাসে পরিবার পিছু ২১ কেজি চাল পাবেন। এছাড়াও পাবেন পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা কিংবা ১৪ কেজি গম। গম আজকাল খুব একটা দেওয়া হয় না তাই আপনি ধরে নিতেই পারেন আটা পাওয়ার সম্ভাবনা বেশি।
ভোটের আগে বড় চমক মুখ্যমন্ত্রীর, এই মাসেই টাকা ঢুকবে ১৭ টি প্রকল্পের, জানালো নাবান্ন।
এছাড়াও এই দুজনার আওতায় থাকা পরিবাররা ১৩.৫০ টাকা প্রতি কেজি দামে চিনি কিনতে পারবেন। এছাড়া যদি আপনার রেশন কার্ড অগ্রাধিকার প্রাপ্ত (PHP) তালিকায় থাকে তাহলে আপনি কার্ড পিছু পাবেন ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা। গম দিলে ২ কেজি মত পাবেন। আপনার রেশন কার্ড যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHP) তালিকাভুক্ত হয় তাহলেও আপনি একই পরিমাণ রেশন পাবেন।
তবে আপনার রেশন কার্ড যদি RKSY-1 ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি মাথাপিছু পাবেন ৫ কেজি চাল। কিন্তু যদি RKSY-2 ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি পাবেন মাথাপিছু ২ কেজি চাল। অন্যান্য কোনো রকম আনাজ কিংবা ডাল এবার রেশনের সঙ্গে দেওয়া হচ্ছে না। সঙ্গে জানিয়ে রাখি এই মাসের ১৫ তারিখের মধ্যে সকলেই বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।