বিস্তারিত জানতে বিশদে পড়ুন।
জুন মাস পড়তেই নতুন করে খাদ্য তালিকা বের করলো রেশন দপ্তর। খাদ্য দপ্তর জালিয়াতি এড়াতে মাসের শুরুতেই এই তালিকা টুইট করে জানিয়ে দেয়। এই রেশন ব্যাবস্থার উপর নির্ভর করে ভারতের কোটির বেশি সংসার চলে। সাধারণ মানুষের খাদ্যের অভাব দূর করতে এই রেশন ব্যাবস্থা শুরু করে। প্রতিটি মানুষের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের কার্ড দেওয়া হয়।
এই রেশন ব্যাবস্থা নিয়ে সাধারণ মানুষ একাধিকবার অভিযোগ করত রেশন ডিলাররা সঠিক ভাবে তাদের খাদ্যসামগ্রী দিত না। কারচুপি করে খোলা বাজারে অনেক বেশি দামে বিক্রি করে দেয় তাদের প্রাপ্য রেশন । রেশন ব্যাবস্থায় সেই দুর্নীতি আটকাতে ডিজিট্যাল রেশন কার্ড আনা হয়। সেখানে বায়োমেট্রিক দিয়ে প্রতিটি মানুষ তার নিজের খাবারই নিতে পারবে।
শুধুমাত্র তাই নয় আগে থেকে যেহেতু জেনে যাচ্ছে পরিবারপিছু কতটা খাবার বরাদ্দ হয়েছে সেই পরিমাণ না পেলে অভিযোগ জানাতে পারবে ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্টে। করোনার পর কেন্দ্র একাধিক খাদ্যে ভর্তুকি তুলে নিলেও আমাদের রাজ্যে সেই ভর্তুকি তুলে নেয়নি রাজ্য সরকার। দেখে নেওয়া যাক কে কোন কার্ডে কতটা খাবার পাবে।
অন্তদ্যোয় অন্নযোজনা কার্ড- এখানে প্রতিটি পরিবার ১৩ কেজি ৩০০ গ্রাম বা আটা নিতে পারে বিনামূল্যে। সাড়ে তেরো টাকা কেজি দরে চিনি পাবে এবং পরিবার পিছু ২১টাকা কেজি দরে চাল বরাদ্দ হয়েছে।
অগ্রাধিকার প্রাপ্ত কার্ড( PHH)- এখানে পরিবারের মাথাপিছু ১কেজি ৯০০ গ্রাম আটা ও ১ কেজি গম দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে ৩ কেজি চাল দেওয়া হবে মাথাপিছু।
পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, এমনটা কেউ ভাবতেই পারে নি।
RKSY1রেশন কার্ড- এখানে পরিবারের মাথাপিছু ৫কেজি করে চাল দেওয়া হবে বিনামূল্যে।
RKSY2- শুধুমাত্র ২কেজি করে চাল দেওয়া হবে পরিবার মাথা পিছু ।
আর একটি রেশন কার্ড SPHH যেখানে PHH কার্ডের মতো খাবার দেওয়া হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link