Free Ration (ফ্রী রেশন)

Free Ration – মে মাসের ফ্রী রেশনের তালিকা, দেখুন বিস্তারিত।

মে মাসের মাঝামাঝি হতে চললো এবার রেশন (Free Ration) দেওয়া শুরু করবে রেশন ডিলাররা। মাসের রেশনের দিনের জন্য অপেক্ষা করে থাকে লক্ষাধিক পরিবার। তাদের খাদ্যশস্যের বেশি অংশই আসে সরকার কতৃর্ক দেওয়া রেশন থেকে। ভারতবর্ষে প্রতিটি পরিবারের আর্থিক ক্রয় ক্ষমতা অনুযায়ী এই রেশন দেওয়া হওয়া হয়। পশ্চিমবঙ্গে প্রধানত পাঁচ ধরনের রেশন কার্ড প্রচলিত। এই বছর থেকে কেন্দ্র অনেক খবারেই ভর্তুকি তুলে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এমাসে পাঁচটি কার্ডে কে কতটা খাবার পাবে দেখে নেওয়া যাক-

অন্ত্যোদয় অনুযোজনা(AAY) – প্রতি পরিবারপিছু ২১ কেজি করে চাল দেওয়া হবে এই কার্ডের (Free Ration)সুবিধাভোগীদের। যদি কেউ গম নিতে চায় তাহলে ১৪ কেজি গম পাবে বিনামূল্যে অথবা ১৩ কেজি ৩০০ গ্রাম আটা পাবে পরিবারপিছু। এছাড়াও প্রতি পরিবারপিছু চিনি দেওয়া হবে ১ কেজি সাড়ে তেরো টাকা কেজি দরে।

ঘরে বসে বিনা পয়সায় 5 মিনিটে প্যান কার্ড করুন, আর সাথে সাথে পেয়ে যান নাম্বার জানুন কীভাবে?

PHH কার্ড- এই কার্ডের পরিবারগুলি মাথাপিছু ৩ কেজি চাল পাবে বিনামূল্যে। তারা যদি আটা নিতে চায় তাহলে ২ কেজি মাথাপিছু আটা পাবে বিনামূল্যে। আটার পরিবর্তে গম কেউ নিতে চাইলে ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু পাবে।

SPHH রেশন কার্ড- এই কার্ডের পরিবারগুলি PHH কার্ডের মতোই পরিবারের মাথাপিছু ৩ কেজি চাল পায় বিনামূল্যে। বিনামূল্যে মাথা পিছু ২ কেজি আটা পাবে।
RKSY-1 রেশন কার্ড- এই কার্ডের লোকেরা পরিবারের প্রতি মাথা পিছু ৫কেজি করে চাল পাবে।
RKSY-2রেশন কার্ড- এখানে প্রতিজনে ২ কেজি করে মাথাপিছু চাল পাবে।

এই রেশন লিস্ট ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্ট থেকে টুইট করে জানানো হয়েছে। তাই প্রত্যেকে তাদের কার্ডে ধার্য খাবার মিলিয়ে নিয়ে আসবে। রাজ্য সরকারের তরফে সব ধরনের স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link