২০১৯ এর শেষের দিকে যে করোনা নামক মহামারির প্রাদুর্ভাব হয়েছিল ২০২০ সালের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ভারতে করোনা মহামারির প্রকোপ প্রকট হতেই সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার চালু করেছিল ফ্রী রেশন (Free Ration) অর্থাৎ বিনামূল্যে রেশন ব্যবস্থা। এতে করে উপকৃত হয়েছিল বহু সাধারণ মানুষ।
কিন্তু করোনা পরবর্তী কালে দেখা গিয়েছিল যে, বহু অযোগ্য ব্যক্তি যারা ফ্রীতে রেশন (Free Ration) পাওয়ার যোগ্যই নয়, তারাও ফ্রীতে রেশন গ্রহণ করে চলছে দিনের পর দিন।এর আগেও এসকল অযোগ্য ব্যক্তিদের কেন্দ্রীয় সরকার বহুবার সতর্ক করেছে যাতে তারা যোগ্য না হয়েও ফ্রীতে রেশন গ্রহণ করা থেকে বিরত থাকে, কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি।
২০২২ সালেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল যে, ফ্রীতে রেশন দানের মেয়াদ আরো বাড়িয়ে এবছর অর্থাৎ ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু এই ফ্রী রেশন কেবল তাদের জন্যই যারা প্রকৃতই যোগ্য। ইতিমধ্যেই ফ্রীতে রেশন দান প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়েছে কেন্দ্র সরকারের। তারওপর যদি অযোগ্যরাই দিনের পর দিন পেয়ে যেতে থাকে এই
ফ্রী রেশন, তবে অনেকক্ষেত্রে বঞ্চিত হচ্ছে আসল যোগ্য উপোভোক্তারাই।
আবাস যোজনার ঘর পেতে আবারো নতুন নিয়ম জারি করলো কেন্দ্র। কি করতে হবে জেনে নিন।
তাই এবার কেন্দ্র সরকার জোড় কদমে বদ্ধপরিকর হয়েছে যাতে
অযোগ্য ব্যক্তিরা আর ফ্রী রেশন না পায়। এরজন্য সতর্কও করেছে অযোগ্য উপোভোক্তাদের। এরপর কোনো অযোগ্য উপোভোক্তা হাতেনাতে ধরা পড়লে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। তাই আপনিও যদি যোগ্য না হয়েও ফ্রী রেশন গ্রহণ করে থাকেন তবে এখনই সতর্ক হোন।
ফোরহূইলার গাড়ি অর্থাৎ চার চাকার গাড়ি থাকলে সেই ব্যক্তি কোনোভাবেই ফ্রী রেশন ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য নন।এছাড়াও যদি কোনো ব্যক্তি নিজের উপার্জিত ইনকাম দিয়ে ১০০ স্কোয়ার ফুটের বাড়ি কিংবা ফ্ল্যাট তৈরী করে বা কিনে থাকেন তবুও সেই ব্যক্তি ফ্রী রেশন পাওয়ার অযোগ্য।
রাজ্য সরকার সকলকে দিচ্ছে বিনামূল্যে BPL রেশন কার্ড, আপনি কিভাবে পাবেন জেনে নিন
গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রে কারোর যদি পারিবারিক বার্ষিক ইনকাম ২ লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে তারা ফ্রী রেশন পাবেন না। আর্ম লাইসেন্স অর্থাৎ অস্ত্রের লাইসেন্স থাকলে সেই ব্যক্তি ফ্রী রেশন পাওয়ার অযোগ্য।
উপরোক্ত কারণগুলি থাকা সত্ত্বেও অর্থাৎ অযোগ্য হয়েও ফ্রী রেশনের সুবিধা ভোগ করলে এখনই সতর্ক হোন, তাছাড়া এরপর ধরা পড়লে পড়তে হতে পারে বড়সড়ো বিপদে, আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া আইনি ব্যবস্থা এবং সাসপেন্ড করা হতে পারে আপনার রেশন কার্ডটি ।