প্রতিদিন ভারতের কয়েক কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। অনেক মানুষই দূর কোন গন্তব্যস্থানে যেতে গেলে ট্রেনে করে যেতে পছন্দ করে। ট্রেনে যারা যাতায়াত করেন তাদের অধিকাংশ মানুষই জেনারেল কামরায় ওঠেন। দূরপাল্লার ট্রেনে সকলের আর্থিক সামর্থ্য থাকে না রিজার্ভ কামড়ায় ওঠার। ফলত জেনারেল কামরাই অধিকাংশ মানুষের ভরসা। কয়েকদিন আগে শোনা গিয়েছিল কেন্দ্রীয় সরকার জেনারেল বগিতে ওঠা প্যাসেঞ্জারদের সুবিধার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলে। সেখানে শোনা গিয়েছিল যারা জেনারেল কামরায় ওঠেন তাদের জন্যও খাবারের ব্যবস্থা করছে ভারতীয় রেল।
বর্তমানে সেই ঘোষনার ওপরেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আমরা সকলেই জানি দূরপাল্লার অধিকাংশ ট্রেনেই বর্তমানে প্যান্ট্রি কারের ব্যবস্থা করা রয়েছে। এই ব্যবস্থার ফলে যাতায়াতের সময় এসি এবং স্লিপারস কোচের যাত্রীরা নিজেদের অর্ডার মতো খাবার পেয়ে থাকেন। স্লিপার এবং এসি কোচের যাত্রীরা এই সুবিধা পেলেও জেনারেল কোচের যাত্রীরা এই সুবিধা পান না। ফলে স্টেশনে ট্রেন থামলেই তাদের ছোটাছুটি করতে হয় খাবারের ব্যবস্থা করার জন্য। তবুও খাবার পাবার কোন নিশ্চয়তা নেই। এসব পরিস্থিতি সামাল দিতেই এবার ভারতীয় রেল চালু করতে চলেছে ইকোনমি মিল।
আরও পড়ুন:- খুশির খবর দিল কেন্দ্র। পুজোর আগেই বেড়ে গেল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন।
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিকভাবে নর্থ ওয়েস্ট রেলওয়েতে এই সার্ভিস চালু হবে। আপাতত উদয়পুর, আজমের এবং আবু রোড স্টেশনে এমন পরিষেবা চালু করা হয়েছে। জানা যাচ্ছে এই সব স্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে ইকোনোমি মিলের স্টল লাগাতে চলেছে ভারতীয় রেল। ট্রেনের জেনারেল কামরা যেখানে এসে দাঁড়ায় সেখানেই লাগানো হচ্ছে এই ইকোনমি ফুড স্টলগুলি। রেলের এই নতুন পদক্ষেপের ফলে জেনারেল কামরার প্যাসেঞ্জারদের আর খাবারের জন্য ছোটাছুটি করতে হবে না।
এই ইকোনমি মিলে খুব সস্তায় ভালো মানের খাওয়ার মিলবে। আসুন দেখে নেওয়া যাক এই ইকোনোমি মিলে প্রাথমিকভাবে কি কি থাকছে? জানা যাচ্ছে মাত্র কুড়ি টাকা দিলেই মিলবে পেট ভরা খাবার। ২০ টাকার এই প্যাকেজে আপনি প্রথমে পাবেন সাতটি পুরি, আলু সবজি এবং আচার। ভারতীয় রেলের তরফে অবশ্যই জানানো হয়েছে পরবর্তীকালে ৫০ টাকার বিনিময়ে কিছু কম্বো থালি কিংবা স্ন্যাকস দেওয়ার ইচ্ছে রয়েছে ভারতীয় রেলের। এই থালি গুলিতে থাকতে পারে রাজমা-চাল, খিচুড়ি কম্বো, ছোলা-বাটুরে, দোসা-ইডলি-সাম্বার প্রভৃতি। এছাড়াও এই স্টল গুলি থেকে ৩ টাকার বিনিময়ে মিলবে জলের পাউচ।