পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে বিনামূল্যে রেশন সহ বিভিন্ন প্রকার প্রকল্প কার্যকর করা হয়েছে। আর এই নতুন বছর অর্থাৎ ২০২৩ -এর একেবারে শুরুতেই রাজ্য সরকারের তরফে বিনামূল্যের রেশন সহ অনেকগুলি প্রকল্প নিয়ে বেশ কতোগুলি আপডেট সামনে আনা হয়েছে (Gas cylinder)।
চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক বিনামূলের রেশন সহ অন্যান্য প্রকল্পগুলি নিয়ে কোন কোন আপডেট কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে:-
করোনাকালে রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যের রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল। আর এবারে এই বিনামূল্যের রেশন নিয়ে এক নতুন আপডেট প্রকাশ্যে আনা হলো। পশ্চিমবঙ্গের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতাভুক্ত ব্যক্তিদের জন্য নতুন করে চালের বরাদ্দ ঘোষণা করা হলো।
খাদ্য দপ্তরের তরফে আরও জানানো হয়েছে যে, RKSY -এর আওতাধীন ব্যক্তিরা প্রত্যেকে কার্ডপিছু ৫ কেজি করে চাল করে পেতে চলেছেন এবং RKSY II কার্ডধারী ব্যক্তিরা প্রতিটি কার্ডে ২ কেজি করে চাল পেতে চলেছেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, আগামী দিনে সমগ্র রাজ্যের নাগরিকরা রেশন দোকান থেকেই ৫ কেজি গ্যাস ভর্তুকি মূল্যে পেয়ে যাবেন (Gas cylinder)। অন্যদিকে, আগামী দিনে রাজ্যবাসী রেশন দোকান থেকে চাল, গম, আটা, কেরোসিন তেল, চিনি ছাড়াও ডাল এবং ভোজ্য তেল পেতে চলেছেন বলেই জানানো হয়েছে বিভিন্ন সূত্র মারফত।
রাজ্যে বাতিল হলো ১৫ লক্ষ জব কার্ড। এই তালিকায় আপনার নাম নেই তো?
রাজ্যের নাগরিকরা যাতে দ্রুত এই পরিষেবা পেতে পারে তার জন্য যতো শীঘ্র সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এর পাশাপাশি রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও নতুন আপডেট প্রকাশ্যে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে। এই আপডেটে জানানো হয়েছে যে, যেসকল মহিলারা ইতিপূর্বে ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন তাদেরও এই ফেব্রুয়ারি মাস থেকেই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে।
টানা তিনদিন নতুন ছুটি ঘোষনা রাজ্যে। বন্ধ থাকতে চলেছে সমস্ত কিছু
তবে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পাননি তারা আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পাবেন। এছাড়াও জানা গিয়েছে যে, যেসকল বিধবা মহিলারা বিধবা ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের অনুদানের জন্য আবেদন জানিয়েছিলন তারাও মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন।