gds-recruitment-2023-at-madhyamik-pass
Advertisement

পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিকরা বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাতে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের চাকরি নিয়েই যথেষ্ট চিন্তায় রয়েছেন চাকরীপ্রার্থীরা। আর এমতাবস্থায় চাকরীপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে হাজির হয়েছে ভারতীয় ডাক বিভাগ বা GDS Recruitment 2023। ইতিমধ্যেই ডাক বিভাগের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ভারতীয় ডাক বিভাগের অধীন বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে GDS Recruitment 2023। চলুন তবে ডাক বিভাগের তরফে জারি করা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক,

Advertisement

(ক) শূন্যপদের নাম:- ব্রাঞ্চ পোস্টমাস্টার।
বেতন:- এই পদে কর্মরত কর্মীদের ১২,০০০ টাকা থেকে শুরু করে ২৯,৩৮০ টাকা বেতন দেওয়া হবে।

Advertisement

(খ) শূন্যপদের নাম:- অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার/ গ্রামীণ ডাক সেবক।
বেতন:- অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে জানা গিয়েছে যে, উপরোক্ত পদে কর্মরত কর্মীদের ১০,০০০ টাকা থেকে শুরু করে ২৪,৪৭০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ভারত সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ডের অধীনস্থ বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীদের লোকাল ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। এছাড়াও চাকরিপ্রার্থীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এমনকী চাকরিপ্রার্থীদের সাইকেল চালানো জানতে হবে।

শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া। রইলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর

উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে শুরু করে ৪০ এর মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে ভারত সরকারের তরফে কার্যকর নিয়ম অনুসারে তপশিলি জাতি, উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবে এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবে। অন্যদিকে, জেনারেল সম্প্রদায় ভুক্ত বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবে এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১৫ বছরের ছাড় পাবে। এর পাশাপাশি ওবিসি সম্প্রদায়ভুক্ত বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১৩ বছরের ছাড় পাবেন। অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, চাকরিপ্রার্থীদের বয়স আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অনুসারে গণনা করা হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

আবেদনের প্রক্রিয়া:-
উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম ভারতীয় ডাক বিভাগের অফিসের ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ -এ যেতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের তাদের রাজ্য এবং ডিভিশন সঠিকভাবে নির্বাচন করার পর প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে তিনি যে পদের জন্য আবেদন জানাতে চাইছেন সেই পদটি নির্বাচন করে আবেদন ফি জমা করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
অনেক ক্ষেত্রে চাকরিপ্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি:-
উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতিভুক্ত চাকরিপ্রার্থী, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং মহিলা আবেদনকারী বাদে সমস্ত চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-
২৭শে জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে গুরুত্বপূর্ণ পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে এবং ১৬ই ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• সরাসরি আবেদন করুন:- Link