সমগ্র ভারতের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা, স্কিম কার্যকর করা হয়েছে। পিএম কিষাণ, স্বচ্ছ ভারত অভিযান, শৌচালয় যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নারী, শিশু, কৃষক তথা সমগ্র ভারতের সাধারণ মানুষের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই স্কিমের আওতায় সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের তরফে কোন শ্রেণীর মানুষের জন্য কি কি ধরনের স্কিম কার্যকর করা হয়েছে, কারা সেই সমস্ত স্কিমের জন্য আবেদন জানাতে পারবেন, কিভাবে এই সমস্ত প্রকল্প যোজনার আওতায় আবেদন জানাতে হবে তা না জানার কারণে সাধারণ নাগরিকরা এই সমস্ত প্রকল্প কিংবা যোজনার সুবিধা পান না। আর তাই আজ আমরা সাধারণ মানুষের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।
কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক বিশেষ ওয়েবসাইট কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আপনারা কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী সমস্ত ধরনের প্রকল্প, যোজনা, স্কিম সম্পর্কে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই ওয়েবসাইটটি My Scheme https://www.myscheme.gov.in/ নামেই বিশেষ পরিচিত। এই ওয়েবসাইটের আওতায় কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা বা স্কিমের সমস্ত তথ্য লিপিবদ্ধ করা আছে। তবে এর মধ্যে থেকে আপনি কোন কোন স্কিমের আওতায় আবেদন জানাতে পারবেন তা জানার জন্য আপনাকে হোম পেইজে থাকা Find Schemes For You অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ- বাড়িতে পেট্রোল পাম্প বসিয়ে মাস গেলে মোটা টাকা ইনকাম করতে চান। কিভাবে করবেন জেনে নিন।
উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার লিঙ্গ, বয়স এবং আপনি বিবাহিত কিনা তা সঠিকভাবে নির্বাচন করে নিয়ে Next অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে MARRIED অপশনটি নির্বাচন করবেন, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে NEVER MARRIIED অপশনটি নির্বাচন করবেন। অন্যদিকে, আপনি যদি বিধবা হয়ে থাকেন তবে WIDOW অপশনটি বেছে নেবেন, আপনি যদি স্বামী বা স্ত্রীর থেকে আলাদা থাকেন তবে SEPARATED নির্বাচন করবেন এবং আপনি যদি ডিভোর্সী হয়ে থাকেন তবে DIVORCED অপশনটি বেছে নেবেন।
পরবর্তীতে আপনাকে আপনার রাজ্য এবং আপনি গ্রামে বাস করেন নাকি শহরে বাস করেন তা সম্পর্কে তথ্য প্রদান করতে হবে এবং NEXT অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার ক্যাটাগরি নির্বাচন করে Next অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি বিশেষভাবে সক্ষম কিনা, মাইনোরিটি ক্যাটাগরিভুক্ত কিনা তা জানতে চাওয়া হবে। প্রশ্ন দুটির উত্তর সঠিকভাবে দিয়ে নীচে থাকা নেক্সট অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনাকে জানতে চাওয়া হবে আপনি একজন স্টুডেন্ট কিনা। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে Yes অপশনে ক্লিক করবেন, যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তবে No অপশনে ক্লিক করবেন এবং সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার পরে নিচে থাকা Next বাটনে ক্লিক করবেন।
আরও পড়ুনঃ- পকেটে থাকা নোটটি আসল না নকল চিনবেন কিভাবে? রইলো নকল নোট চেনার কিছু সহজ উপায়।
পরবর্তীতে আপনি BPL ক্যাটাগরিভুক্ত কিনা তা নির্বাচন করতে হবে এবং আপনার পরিবারের বাৎসরিক আয় সঠিকভাবে উল্লেখ করতে হবে। সবশেষে আপনার অভিভাবকের আয় সঠিকভাবে উল্লেখ করে Next অপশনে ক্লিক করুন। উপরোক্ত সমস্ত ক্ষেত্রে তথ্যগুলি সঠিকভাবে প্রদান করলেই আপনি কোন কোন স্কিমে আবেদন জানাতে পারবেন এবং সেই সমস্ত যোজনা, প্রকল্পের তথ্য আপনার সামনে চলে আসবে। এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দসই প্রকল্প, যোজনা কিংবা স্কিমে আবেদন জানাতে পারবেন।