বাকিটা জানতে পড়ুন বিস্তারিত।
ইউটিউবে ৫০০ সাবস্ক্রাইবারের জন্যও এবার থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সংস্থা। এতদিন অবধি এই সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ১০০০ জন। এছাড়াও এখানে ওয়াচ টাইম হতে হতো ৪০০০ঘন্টা। এই ইউটিউবকে অনেকেই বর্তমান দিনে পেশা হিসাবে বেছে নিচ্ছে। এখান থেকে কোটি টাকা আয় করা যায় খুব সহজে যায়।
বর্তমানে দিনে এত পরিমাণে ইউটিউবার বেড়েছে যে ইনফ্লুয়েন্সার দেখে আকর্ষিত হয়ে যুব সমাজ করতে চাইছে। এই কাজ করতে চাইলে আপনাকে ইনভেস্ট হয়তো খুব বেশি করতে হবেনা কিন্তু সময় লাগবে কিছুটা। অর্থাৎ আপনার ধৈর্যের ব্যাপার।
আপনাকে দীর্ঘ সময় দিয়ে ভিডিও পোস্ট করেই যেতে হবে লাগাতার। সব বিষয়ে পোস্ট করার আগে নিজে কোন বিষয়ে অভিজ্ঞ সেটা একটু ভেবে নিন। যাতে আপনার দখল বেশি তার উপর ভিডিও করলে আপনি অনেকদিন বানাতে পারবেন, যতদিন না মনিটাইজ হচ্ছে চ্যানেল।
তবে এই পাঁচশো জন সাবস্ক্রাইবারের নিয়ম এখনো অবধি শুধুমাত্র আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সময়ের সাথে সাথে তারা এই ক্ষেত্র বাড়াবে। ইউটিউব চ্যানেল একবার মনিটাইজ হয়ে গেলে আপনি যদি একইভাবে কাজ করে যান তাহলে আপনার কোনোদিনও পয়সার অভাব হবেনা। পরপর টাকা পেলে আপনি ইনভেস্টমেন্ট করে সেট আপ বড়ো করে ভিডিও বানাতে থাকুন।ইউটিউবের ক্ষেত্রে এডিটিং একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই স্কিল সময়ের সাথে বাড়াতে থাকুন।