Electricity Bill – কীভাবে পাবেন এই সার্টিফিকেট? জানুন।
দেশের প্রায় নিরানব্বই শতাংশ জায়গায় বিদ্যুৎ (Electricity Bill) পৌঁছে দিয়েছে কেন্দ্র। সেই বিদ্যুৎের সময় অনুযায়ী দাম বেড়েছে। অনেকেই বিদ্যুৎ এর বিল দেয়না তাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় বিদ্যুৎ অফিস। এবার যাদের বাড়ি বিদ্যুৎ আছে তাদেরকে বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে। WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও অনেক রিওয়ার্ডও দেয় তারা। এই বিশেষ সার্টিফিকেট অনেক আপনার তথ্য নিশ্চিত করবে।
WbSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট গেলেই অনেক অপশন আসবে। কিন্তু আপনাকে এই সার্টিফিকেট ডাউনলোডের সেটিংসে যেতে হবে। সেখানে লগ ইন করা থাকলে আপনার ইউসার আই ডি পাসওয়ার্ড দিয়ে ঢুকত হবে। আর না হলে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর যার নামে বিদ্যুৎ (Electricity Bill) আছে তার নাম অথবা কনসিউমার আই ডি দিতে হবে।
RBI এর নতুন নিয়ম, বন্ধ করা হলো পাঁচ টাকার কয়েন! জানুন বিস্তারিত।
কনসিউমার আইডি এই ক্ষেত্রে তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। এই কনসিউমার আইডি দিলেই নাম এবং ক্যারেকটার আসবে সেটা দিলেই ফর্ম টা ডাউনলোড করতে দেবে। এই ফর্মে নাম কনসিউমার আইডি ফোন নাম্বার এবং একটি QR কোড আসবে। যেটি স্ক্যান করে ইলেকট্রিক বিল অবধি দেওয়া যাবে। নিরবিচ্ছিন্ন বাড়িতে পরিষেবা থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।
ইলেকট্রিক ছাড়া জীবন অচল। যেকোনো ধরনের আপডেটের কাজ করে রাখা উচিত। এই ধরনের কাজে আপনাকে নিকটবর্তী ইলেকট্রিক অফিসও সাহায্য করবে। এছাড়াও একাধিক হেল্পলাইন সক্রিয় নাম্বার আছে ২৪ ঘন্টা সাহায্যর্থে। ‘লোডশেডিং’ শব্দটা ভাবাও দুষ্কর এখন। দেশের বিদ্যুৎ এর ঘাটতি তৈরি হলে এই ধরনের ঘটনা ঘটাতে হয়। গরমে অনেক সময়ই এই ঘটনা ঘটে থাকে। এই ধরনের ঘটনা কোনোদিনই ইচ্ছাকৃত নয়। বিদ্যুৎ দাম বাড়ে জ্বালানির দাম বাড়তে থাকে বলে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link