gold-price-drop-in-kolkata-24-carat-hallmark
Advertisement

ঠিক কতটা কমতে চলেছে সোনার দাম, জানুন।

সপ্তাহের শুরুতেই সোনার দাম বেশ কমেছে। সাধারণভাবে এই গরমের সময়ে সোনার দাম অনেক কম থাকে। করোনার সময়ে সোনার দাম ষাট হাজার ছুঁয়ে গিয়েছিল। তারপর কিছুটা কমেছিল সোনার দাম তবে এই সময়ের বেশিতেই সোনা প্রায় ষাট হাজারের আশাপাশেই থাকে। বাজার বন্ধের দিন সোনার দাম ছিল ৫৯৯৬০ টাকা। আজ সোমবার সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৫৯৪৯২ টাকা। সপ্তাহের শেষ দিন ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৯৫৮২ টাকা।

Advertisement

গত সপ্তাহের ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কত ছিল দেখে নেওয়া যাক। গত সোমবার সোনার দাম ছিল ৫৯,৮৩৪ টাকা। মঙ্গলবারের এই দামের হেরফের ঘটে দাম হয় ৫৯৭৭২ টাকা। বুধবার সোনার দাম অনেকটা কমে হয়৫৯, ৩৪৭ টাকা। বৃহস্পতিবার সোনার দাম ছিল ৫৯,৯২০ টাকা।

Advertisement

ঘরে বসে 5 মিনিটে কীভাবে ভোটার কার্ড সংশোধন সহ নতুন ভোটার কার্ড করবেন? জানুন।

সোনার দাম ষাট হাজার টাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকাতে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে। সেখানে সুদের হার বেড়েই চলেছে। এই বছরের মধ্যেই আবার যদি বাড়ে তাহলে দাম আকাশ ছোঁয়া হবেই।

তবে এখানে দেওয়া সোনার দামগুলি ট্যাক্স এবং জিএসটি ছাড়াই দেওয়া আছে। আপনি এবার যতটা সোনা কিনবেন তার উপর হিসাব করা হবে। এছাড়াও মেকিং চার্জ যুক্ত হয় এর সাথে। সেগুলি দিলে আরো বেড়ে যাবে।