Lakshmir Bhandar Prakalpa – লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো আপডেট দিলো রাজ্য সরকার। খুশির খবর জেনে নিন

পশ্চিমবঙ্গের গৃহলক্ষ্মীদের সুবিধার কথা মাথায় রেখে এবং নারী উন্নয়নের জন্য ২১ -এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Prakalpa) কার্যকর করা হয়েছিল। আর এরপর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে নানা ধরনের আপডেট সহ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে এবারে নতুন বছরের একেবারে শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এমন এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার কারণে সমগ্র রাজ্যের মহিলা তথা নাগরিকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর তাই আজ আমরা লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নয়া নির্দেশিকা সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বাজেট তৈরীর সময় রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এক নতুন নিয়ম প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Prakalpa) সংক্রান্ত এই নতুন নিয়মে বলা হয়েছে যে, আগামী দিনে ৬০ বছরের অধিক বয়সী মহিলারাও লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবেন। ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত যে নিয়ম জারি করা হয়েছিল তাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন। তবে এবার সেই নিয়মকে নাকচ করে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নতুন নিয়ম জারি করা হলো, যার কারণে ৬০ বছর বয়সের পরেও মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পেতে চলেছেন।
অন্যদিকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা তাদের ক্যাটাগরি অনুসারে ৫০০ টাকা এবং ১০০০ টাকা পেয়ে থাকেন। তবে এবারে এই নিয়মেও পরিবর্তন আনা হলো। লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নতুন নির্দেশিকায় সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে ৬০ বছরের বেশি বয়সী যেসমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন তারা ১০০০ টাকা করেই অনুদান পাবেন। অর্থাৎ ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের যে সমস্ত মহিলারা ৫০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন তারা ৬০ বছরের পর ১০০০ টাকা করেই অনুদান পেতে চলেছেন।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। আবেদন করুন এখনই
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের ফলে রাজ্য বসবাসকারী সমস্ত বয়স্ক মহিলাদের আর আলাদা করে বার্ধক্য ভাতার অধীনে অনুদানের জন্য আবেদন জানাতে হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমেই তারা বার্ধক্য ভাতার অধীনে অনুদান পেয়ে যাবেন। সুতরাং, রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে একদিকে যেমন মহিলাদের আলাদা করে বার্ধক্য ভাতার অধীনে নাম নথিভুক্তকরণের প্রয়োজন হবে না, অন্যদিকে ঠিক তেমনভাবেই রাজ্য সরকারি কর্মীদেরও ঝঞ্ঝাট কমবে। সর্বোপরি রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত রাজ্যের নাগরিক থেকে শুরু করে ওয়াকিবহাল মহলের কথা ব্যক্তিদের কাছে রীতিমতো প্রশংসিত হয়েছে।